নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়কে (Moushumi Chatterjee) এবার আদালতে টেনে নিয়ে যাচ্ছেন তাঁর জামাই। বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন তাঁর জামাই ডিকি সিনহা। আগামী মাসেই মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলে খবর।
চলতি মাসের ১৩ তারিখে মৃত্যু হয় মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পায়েল। ছোট থেকেই ডায়াবেটিক ছিলেন (Moushumi Chatterjee's Daughter) মৌসুমি-কন্যা৷ ২০১৭ সালে পায়েলকে (Hospital) হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী ডিকি সিনহা৷ যদিও বাড়িতে আনার পর থেকে পায়েলের মানসিক চিকিতসা বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়৷ হাসপাতাল থেকে বাড়িতে আনার পর আচমকাই ১৩ ডিসেম্বর মাঝ রাতে মৃত্য়ু হয় মৌসুমি-কন্যার৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কোমায় মেয়ে, জামাইয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ মৌসুমী চট্টোপাধ্যায়
বাড়িতে ফেরানোর পর পায়েলের চিকিতসা করানো হয়নি৷ তাঁর মানসিক চিকিতসাও বন্ধ ছিল বলে একাধিকবার অভিযোগ করেন মৌসুমি৷ এরপরই পায়েলের স্বামী (Dicky Sinha) ডিকি সিনহা এবং তাঁর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন মৌসুমি৷ সেই থেকেই টানাপোড়েন চলছিল৷ পায়েলের মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছয়৷
সম্প্রতি পায়েলের স্বামী ডিকি সিনহা অভিযোগ করেন, মৃত্যুর পর মেয়েকে শেষবারের জন্য দেখতেও আসেননি মৌসুমি৷ শেষ যাত্রায় পায়েলকে দেখতে আসেন তাঁর বাবা এবং বোন৷ এরপরই ফুঁসে ওঠেন ডিকি সিনহা৷ তিনি বলেন, স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ ৪০ দিন পর ত্রিবেণীতে পায়েলের অস্থি বিসর্জন করা হবে৷ পায়েলের অস্থি বিসর্জনের পরই মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে সাফ জানান ডিকি সিনহা৷


আরও পড়ুন : 'মৃত্যুর পরও মেয়ের মুখ দেখেননি মৌসুমি চট্টোপাধ্যায়', দাবি পায়েলের স্বামী ডিকির
প্রসঙ্গত ২০১০ সালে ব্যবসায়ী ডিকি সিনহার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মৌসুমি-কন্যা পায়েল৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের প্রথম পরিচয় হয়৷ এরপরই দুজনে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন৷ পায়েল এবং ডিকির বিয়েতে রাজি ছিলেন না মৌসুমি চট্টোপাধ্যায়৷ ফলে মেয়ের বিয়ের পর থেকেই সিনহাদের প্রতি চট্টোপাধ্যায়রা অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন বলে খবর৷ যদিও এ বিষয়ে কোনও কোনও মন্তব্য করেননি মৌসুমি চট্টোপাধ্যায়রা৷