তুলির টানে ফুটে উঠল গৌতম বুদ্ধের ছবি, দেখুন চিত্রশিল্পী নুসরত জাহানকে
একাধারে তিনি সাংসদ, আবার দক্ষ অভিনেত্রীও বটে। সব কাজ সমান তালেই সামলাচ্ছেন নুসরত। তবে চিত্রশিল্পী নুসরতের কথা হয়তবা অনেকেই জানেন না।
নিজস্ব প্রতিবেদন : একাধারে তিনি সাংসদ, আবার দক্ষ অভিনেত্রীও বটে। সব কাজ সমান তালেই সামলাচ্ছেন নুসরত। তবে চিত্রশিল্পী নুসরতের কথা হয়তবা অনেকেই জানেন না।
হ্যাঁ, নুসরত জাহান ছবিটাও ভালোই আঁকেন। সম্প্রতি সাদা ক্যানভাসে তুলির টানে গৌতম বুদ্ধর ছবি আঁকলেন নুসরত জাহান। বুদ্ধর ছবির পাশে উঠে এল হলুদরঙা পাতার ছবি। গাছের পাতার সঙ্গে গৌতম বুদ্ধের একটা বিশেষ যোগ রয়েছে। জানা যায়, নেপালের তরাই অঞ্চলেরে অন্তর্গত লুম্বিনী গ্রামে এক শালগাছের তলায় সিদ্ধার্থের জন্ম দেন। আবার, একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসেই বোধি লাভ করেছিলেন গৌতম বু্দ্ধ। নুসরতের ইনস্টাগ্রাম রিল ভিডিয়োতে উঠে এল তাঁর আঁকা গৌতম বুদ্ধের ছবি।
ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ''The world needs more colours''।
প্রসঙ্গত, সম্প্রতি 'অশনি সংকেত' ও ব্রাত্য বসুর 'ডিকশনারি'র শ্যুট শেষ করেছেন নুসরত জাহান।