Porn Racket চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী Gehana Vasisht
পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগে গ্রেফতার করা হল একতা কাপুরের `গন্দি বাত` (Gandii Baat) অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)কে।
নিজস্ব প্রতিবেদন : রমরমিয়ে চলছিল পর্ন র্যাকেড (Porn Racket)। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিয়ো শ্যুট করে চালানো হচ্ছিল পর্ন ওয়েবসাইট। এমন অভিযোগে গ্রেফতার করা হল একতা কাপুরের 'গন্দি বাত' (Gandii Baat) অভিনেত্রী গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)কে।
পুলিস সূত্রে খবর, গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি অশ্লীল ভিডিয়ো আপলোড করা হয়েছে। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাঁদের ২হাজার টাকা করে দিতে হত। অবশেষে রবিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করল গহনা বশিষ্ঠকে।
জানা যাচ্ছে আজ রবিবারই আদালতে পেশ করা হবে গহনাকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে বেশকিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্ন র্যাকেড (Porn Racket)এর সঙ্গে যুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন Mumbai Crime Branch।