নিজস্ব প্রতিবেদন : জোর কদমে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী মুমতাজ সরকার (Mumtaz Sorcar)। নিয়মিত নেট প্র্যাকটিস জারি রয়েছে মুমতাজের। তবে ক্রিকেট (Cricket) কোনওদিনও খেলেননি, তাই একটু হলেও বিষয়টা আয়ত্তে আনা অভিনেত্রীর পক্ষে কঠিন তো বটেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেট প্র্যাকটিসের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মুমতাজ (Mumtaz Sorcar)। লিখেছেন, ''সেখানে পৌঁছতে হবে ... দীর্ঘ পথ যেতে হবে... প্রশিক্ষণ সেশন চলছে। এটি একজন অভিনেতা হওয়ার সেরা অংশ। একজন এক জীবনে অনেকগুলো জীবন যাপন করতে পারে ... এবং এইবার আমি একজন ক্রিকেটারের জীবন যাপন করছি। একজন দক্ষ ক্রিকেটারের মতো ক্রিকেট খেলার প্রশিক্ষণ .... এটা কঠিন,  বিশেষ করে যখন আপনি আপনার জীবনে কখনও খেলাটি খেলেনইনি!''


আরও পড়ুন-'পুত্রসন্তান হয়েছে', নতুন অতিথির ছবি দিয়ে জানালেন Srabanti



কোন ছবিতে তাঁকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে, তা অবশ্য স্পষ্ট করে কিছুই বলেননি মুমতাজ সরকার  (Mumtaz Sorcar)। তবে মুমতাজ স্পষ্ট করে কিছু না জানালেও টলিপাড়ায় খবর, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত হিন্দি ছবি 'সাবাশ মিঠু'তে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, ভারতীয় জাতীয় দলের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী(Jhulan Goswami)র ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও এবিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মুমতাজ। মিতালি রাজের এই বায়োপিকে মিতালির ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। 


প্রসঙ্গত, এর আগে বলিউডের 'শালা খাড়ুস' বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন মুমতাজ সরকার  (Mumtaz Sorcar)। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)