নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত পরিচালক জাতীয় পুরস্কার বিজয়ী বনরাজ ভাটিয়া। বয়স হয়েছিল ৯৩ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মন্থন, ভূমিকা, জানে ভি দো ইয়ারো, ৩৬ চৌরঙ্গী লেন, দ্রোহ কাল অর জুনুন সহ একাধিক জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তবে শুধু সিনেমাতেই নয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম প্রথম সারির কম্পোজার বনরাজ ভাটিয়া। টেলিজগতের একাধিক শো যেমন পরিচালক গোবিন্দ নিহালনির তামাস, ভারত এক খোঁজ ইত্যাদিতেও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তামাসের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বনরাজ। ২০১২ সালে পদ্মশ্রী সম্মানেও তাঁকে ভূষিত করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:


মায়ানগরী মুম্বইতেই জন্ম বনরাজের। শুরুর দিকে বিজ্ঞাপনের জন্য সঙ্গীত পরিচালনা করতেন তিনি। প্রায় ৭০০০ বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করেছেন। ভারতীয় চলচ্চিত্রের নতুন ওয়েভের অন্যতম খ্যাতনামা পরিচালক  শ্যাম বেনেগালের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্যই পরিচিত ছিলেন বনরাজ ভাটিয়া। জানা যায়, বয়সকালে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। অবিবাহিত পরিচালক একাই থাকতেন মুম্বইয়ের বাড়িতে। আর্থিক সঙ্কট মেটাতে নিজের বাড়ির আসবাবপত্রও বিক্রি করতে হয়েছিল। বয়সকালে শারীরিক অসুস্থতা ক্রমশই প্রকট হয়ে ওঠে। অবশেষে আজ প্রয়াত হলেন বিশিষ্ট এই সঙ্গীত পরিচালক।