শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হলিউড থেকে বলিউড যে কোনও তারকাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তা জন্মদিনে মন্নতের সামনে গেলেই বেশ বোঝা যায়।
নিজস্ব প্রতিবেদন: ২ নভেম্বর, শনিবার, ৫৪য় পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শুক্রবার, রাত ১২টার কিছু আগে থেকেই কিং খানের মন্নতের সামনে যেন তিল ধারণের জায়গা নেই। রাত যত বেড়েছে ভিড় ততই বেড়েছে। মন্নত-এর সামনেই কেক কেটে শাহরুখের জন্মদিন সেলিব্রেট করছেন অনুরাগীরা। জনপ্রিয়তার নিরিখে তিনি যে হলিউড থেকে বলিউড যে কোনও তারকাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তা জন্মদিনে মন্নতের সামনে গেলেই বেশ বোঝা যায়।
তবে শাহরুখ শুধু বলিউড বাদশাই নন, এই বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। এরাজ্যের 'ব্র্যান্ড অ্যাম্বাসডর' তিনি। তাই জন্মদিনে ভাই শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরে চার্মিং ব্রাদার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-শাহরুখের ৫৪য় পা, জন্মদিনে বাদশাকে দেখতে মন্নতের সামনে উপচে পড়ল ভিড়
তাঁর কথায়, শাহরুখকে 'ব্র্যান্ড অ্যাম্বাসডর' এরাজ্যের মানুষ গর্বিত। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, '' তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। চার্মিং ব্রাদার, তোমার সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করি। তোমায় ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে পেয়ে বাংলার মানুষ গর্বিত। তুমি এভাবেই তোমার সিনেমার মাধ্যমে আমাদের বিনোদন দিতে থাকো। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তোমার সঙ্গে দেখা হচ্ছে।''
প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর রয়েছে ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখী গুলজারের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও।
আরও পড়ুন-হ্যাপি বার্থডে এসআরকে: রোমান্টিক চকোলেট বয় থেকে মাচো লুক, সবেতেই বাজিমাত কিং খানের