নিজস্ব প্রতিবেদন : 'গুলাবো সিতাবো'র গল্প চুরি করা হয়েছে।  'গুলাবো সিতাবো'র চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন প্রয়াত লেখক রাজীব আগরওয়ালের ছেলে আকিরা। তাঁর দাবি 'গুলাবো সিতাবো'র গলপ তাঁর বাবা রাজীব আগরওয়ালের লেখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আকিরার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, ''রাজীব আগরওয়ালের গল্পটির নাম ছিল ১৬ মোহনদাস লেন।  এই গল্পটি তিনি সিনস্টান ইন্ডিয়া স্টোরিটেলার চিত্রনাট্য প্রতিযোগিতায় (Cinestaan India's Storyteller Script Contest) জমা দিয়েছিলেন। যেটি পরিচালনা করে চিত্রনাট্য সমিতি (SWA)। সে সংস্থার অন্যতম সদস্য জুহি চতুর্বেদী। আর সেকারণে জুহি গল্পটির বিষয়ে জানতেন। তিনি  এই গল্পটি চুরি করেছেন। ''


আরও পড়ুন-লকডাউনে মা হয়েছেন, সদ্যোজাত সন্তানের নানান মুহূর্ত শেয়ার করলেন টেলি অভিনেত্রী স্মৃতি



আরও পড়ুন-সুন্দরী হয়ে উঠতে একাধিকবার সার্জারি করিয়েছেন শিল্পা!


যদিও চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ''গুলাবো সিতাবোর গল্প সম্পূর্ণ আমার লেখা। আর এই গল্পটি নিয়ে আমি গর্বিত। আমি ২০১৭ সালের শুরুর দিকে পরিচালককে গল্পটা বলেছিলাম। ২০১৮ সালে আমি গল্পটি রেজিস্ট্রেশন করাই। ''


 এদিকে সিনেস্টান চিত্রনাট্য প্রতিযোগিতার জুরি চেয়ারম্যান অঞ্জুম রাজাবলি জানিয়েছেন, ''জুহি কোনওভাবেই রাজীব আগরওয়ালের গল্পের কথা জানতেন না। ওই প্রতিযোগিতা তিনটে স্টেজে ভাগ করে দেওয়া হয়েছিল। ওখানে জুরিদের মধ্যে আমির খান, রাজকুমার হিরানিরাও ছিলেন। জুহি শুধুমাত্র প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ৮টি চিত্রনাট্যই হাতে পেয়েছিলেন। এর বাইরে কোনও চিত্রনাট্যই উনি পড়েননি।''


প্রসঙ্গত, এর আগে সুজিত সরকার পরিচালিত 'ভিকি ডোনার', 'অক্টোবর', 'পিকু'র মত ছবির গল্পও লিখেছেন।