অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও সাহায্য বন্ধ করবেন না, বললেন প্রকাশ রাজ
ট্যুইটারে ছবি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা
নিজস্ব প্রতিবেদন : অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে দিন দিন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আবার রোজগার করতে পারবেন তিনি। সেই কারণে এই কঠিন সময়ে দুঃস্থদের সাহায্য বন্ধ করবেন না। এবার এমনই জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।
তিনি বলেন, প্রকাশ রাজ ফাউন্ডেশনের প্রত্যেক কর্মীকে মে মাসে পর্যন্ত সমস্ত বেতন দিয়েছেন। কঠিন সময়ে যাতে তাঁর কর্মীরা কেউ অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্যই তাঁদের আগাম বেতন দিয়েছেন তিনি। কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করতে গিয়ে, লকডাউনের জেরে যাঁদের রোজগার বন্ধ, সেই সব অসহায় মানুষদের সাহায্য করা বন্ধ করবেন না তিনি। কর্মচারীদের আগাম ৩ মাসের বেতন দিয়ে, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তাঁর অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তাই বলে, আর্তদের সাহায্য বন্ধ করে দেবেন, এমন নয়।
আরও পড়ুন : কুতসা রটিয়েছেন, হৃত্বিকের কাছে ক্ষমা চেয়ে নিন কঙ্গনা, বলিউড 'কুইনকে' নিয়ে বিস্ফোরণ কবিতার
সুস্থ থাকলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি আবার রোজগার করতে পারবেন। প্রয়োজন পড়লে লোন নেবেন কিন্তু আর্ত মানুষদের সাহায্য করা একেবারেই বন্ধ করবেন না বলে স্পষ্ট জানান প্রকাশ রাজ।