Nachiketa Chakraborty: ‘আর কতবার বলব যে আমার ক্যানসার...’ মঞ্চে মেজাজ হারালেন নচিকেতা...
Nachiketa Chakraborty: গত অগস্টের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে নচিকেতা চক্রবর্তীর পেজে। সেখানেই দেখা যায় রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে মেজাজ হারান গায়ক। অনেকেই জানেন তিনি ক্যানসারে ভুগছেন, আসলে তিনি কেমন আছেন এখন তাই জানালেন সঙ্গীতশিল্পী। পাশাপাশি সবাইকে হুঁশিয়ারি দেন যেন কেউ তাঁকে স্বাস্থ্যের কথা জিগ্গেস না করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০ বছর ধরে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন নচিকেতা চক্রবর্তী(Nachiketa Chakraborty)। আজও তাঁর অনুষ্ঠানে তিল ধারণের জায়গা থাকে না। গত অগস্টে সেরকমই একটি অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে। সেখানকারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নিজের জার্নি, নিজের স্ট্রাগলের কথা বলছেন গায়ক। শুধু তাই নয়, নিজের বিরক্তির কথাও বলেছেন গায়ক।
আরও পড়ুন- Ajay Devgn Injured: ‘সিংঘম এগেইন’-এর শ্যুটে দুর্ঘটনায় আহত অজয় দেবগণ...
৩০ বছর ধরে টিকে থাকার লড়াই জারি রেখেছেন নচিকেতা। তবে এদিন তিনি বলেন যে স্ট্রাগলটা ৪০ বছরের। সবাই জানেন তাঁর লড়াইয়ের কথা। প্রতিটা লড়াই জিতলেও সেই পথ যে খুব মসৃণ না, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে ফ্যানেদের ভালোবাসায় যেমন তিনি পরিপূর্ণ, সেরকমই কিছু কিছু ক্ষেত্রে এই ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়ায় গায়কের জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)