ওয়েব ডেস্ক: জুলফিকার ছবির এক পুরনো মসজিদে গান দিয়ে আবারও বাংলা মাতালেন। অর তার ঠিক পরপরই শুধু সঙ্গীত পরিচালক হিসাবেই নয়, বড়পর্দায় ফিরলেন নচিকেতা চক্রবর্তী। ছবির নাম ৬১ নং গড়পার লেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিনোদনের সব খবর


ছবিতে তিনি সূত্রধার। উত্তর কলকাতার বারো ঘর এক উঠোন এক বাড়ি নিয়ে ৬১ নং গড়পার লেন ছবি। ৮ ভাড়াটের বাস এই বাড়িতে। তাঁরা কেউ একসঙ্গে বাঁচেন না। সেই ভিন্নতাকে একসুরে বাঁধতে এই ছবিতে গল্পকার হয়ে পর্দায় আসছেন নচিকেতা। ইকো পার্কে হয়ে গেল সেই ছবিরই একটা গানের শুটিং।


তেলের শিশি ভাঙল বলে শিশুর পরে রাগ করো/তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা? জীবন থেকে বিচ্ছিন্নতাকে সরিয়ে দিতে চান পরিচালকদ্বয়। টুকরো হতে হতে জাতি হিসাবে আমরা অবশিষ্ট থাকব তো, এই প্রশ্নেই ফিরিয়ে নিয়ে যাবে ৬১ নং গড়পার লেন ছবি।