ওয়েব ডেস্ক : ফের শিল্পের কণ্ঠরোধের চেষ্টা। আর এবার তা খাস কলকাতা শহরেই। বন্ধ করে দেওয়া হল একটি সিনেমার প্রদর্শনীই। তাও আবার শহরের শিল্প-চেতনার নন্দন-কানন 'নন্দন'-এই। আর এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে টলিউডজুড়ে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অ্যাডাল্ট ছবি 'কসমিক সেক্স'-এর ওপর নিষেধাজ্ঞা জারি করল নন্দন কর্তৃপক্ষ। ছবিতে ফ্রন্টাল ন্যুডিটি রয়েছে, এই অভিযোগে ছবির প্রদর্শন বাতিল করা হয়েছে। আজই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। নন্দনের আকস্মিক এই সিদ্ধান্তে হতাশ পরিচালক অমিতাভ চক্রবর্তী। ছবিতে অভিনয় করেছেন ঋ সেন ও আয়ুষ্মান মিত্র। এদিকে, কসমিক সেক্স ছবি নিষিদ্ধ করার ব্যাপারে নন্দন কর্তৃপক্ষের পাশেই দাঁড়ালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর বক্তব্য, নন্দনের পরিচালনায় গুণীজনেরা রয়েছেন। তাঁরা ভেবেচিন্তেই এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।