জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন প্রেমিক এবং তাঁর প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ বলিউড অভিনেত্রী নার্গিস ফাকির-র বোনের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই সাংঘাতিক অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। আলিয়া ফাকরি 'ইচ্ছাকৃতভাবে' প্রাক্তন প্রেমিকের বাড়ির গ্যারেজে আগুনে ধরিয়ে দেয়। সেই সময় প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস এবং তাঁর  প্রেমিকা অ্যানাস্তেসিয়া ইটিয়েন জ্যান্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনাটি ঘটে, আমেরিকার নিউ ইয়র্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউ ইয়র্কের স্থানীয় সংবাদ সূত্রের খবর, এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়ার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। তাই প্রাক্তন প্রেমিকের বাড়ির দোতলা গ্যারাজে আগুন ধরিয়ে দেন আলিয়া। পুলিস জানিয়েছে, হিংসার বশবর্তী হয়েই এই ঘটনা ঘটিয়েছেন আলিয়া ফাকরি। তাঁর আইনজীবী জানিয়েছেন, 'আলিয়া আগুন লাগিয়ে দেয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। সেখানেই ওঁরা দুজন আটকে ছিলেন। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ওখানেই মারা যায় তাঁরা। এছাড়াও অগ্নিকাণ্ডের ফলে শরীরের অনেক জায়গায় আঘাতও লেগেছে।'


আরও পড়ুন:Vikrant Massey: প্রশংসার বন্যা, তবু শিখরে পৌঁছনোর আগেই অবসরে অবসন্ন বিক্রান্ত!


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিয়া ২ নভেম্বর এডওয়ার্ড বাড়ি এসে চিত্‍কার করতে থাকে। আগুন ধরানোর আগে 'সবাই আজ মরবে' বলে চিত্‍কার করে। আলিয়ার আওয়াজ শুনে পাড়াপড়শি বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে দেখে বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। এডওয়ার্ড সেই সময় উপরের তলায় ছিলেন। এবং ঘটনার সময় ঘুমোচ্ছিলেন। আগুন দেখে এডওয়ার্ডের বর্তমান প্রেমিকা অ্যানাস্তেসিয়া তাঁকে সতর্ক করার জন্য ছুটে যান। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা দুজনেই সেই ঘরে আটকে পড়ে। এবং অগ্নিদগ্ধ হয়ে দুজনেই মারা যায়।


প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, সম্পর্কে থাকাকালীন আলিয়া এবং এডওয়ার্ডের প্রায়ই ঝামেলা লেগে থাকত। এক বছর আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ব্রেকআপের পরেও আলিয়া নানান অজুহাতে এডওয়ার্ডের সঙ্গে দেখা করত। তাঁকে প্রাণনাশের হুমকি দিত। ইতোমধ্যেই জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।  তবে নার্গিসের মা তাঁর বোনের এই ঘটনার কথা অস্বীকার করেছেন। নার্গিসের মায়ের মত, 'আমার মনে হয় না মেয়ে এইরকম কিছু করতে পারে। ও কিন্তু, সকলের প্রতি খুবই দায়িত্ববান। সকলের খেয়াল রাখে। প্রত্যেককে নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে।'


নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মহম্মদ ফকিরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)