Vikrant Massey: প্রশংসার বন্যা, তবু শিখরে পৌঁছনোর আগেই অবসরে অবসন্ন বিক্রান্ত!

Vikrant Massey retirement: সম্প্রতি বিক্রান্ত তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডলে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি লেখেন, 'গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। 

Updated By: Dec 2, 2024, 01:33 PM IST
Vikrant Massey: প্রশংসার বন্যা, তবু শিখরে পৌঁছনোর আগেই অবসরে অবসন্ন বিক্রান্ত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক হিট ছবি। বলিউডের যোগসূত্র না থেকেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা তাঁকে জনপ্রিয়তার শিখরে একটু একটু এগোচ্ছিলেন। কিন্তু তার আগে হঠাত্‍ই অভিনেতা নিলেন কঠিন সিদ্ধান্ত। সেই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতা ফ্যানেদের মন ভেঙে দিয়েছে। সম্প্রতি বিক্রান্ত তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডলে অভিনয় জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। 

তিনি লেখেন, 'গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি এবার ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং পুত্র হিসাবে, এছাড়াও অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে শেষবারের মতো আমাদের দেখা হবে।আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য।'

বিক্রান্তের এই সিদ্ধান্ত তাঁর ভক্ত এবং সহকর্মীরা মেনে নিতে পারছেন না। অনেকেই তাদের ধাক্কা ও হতাশা প্রকাশ করেছেন। একজন লেখেন, 'কেন এমন সিদ্ধান্ত? আপনার অভিনেতা এখন খুব কমই আছে। আমাদের কিছু ভালো সিনেমা দরকার।' আর একজন লেখেন, 'সাজানো ক্যারিয়ারকে পিছনে ফেলে দিচ্ছেন।' অন্য একজন লেখেন, 'এই খবর যেন সত্যি না হয়।' 

আরও পড়ুন:Dua Lipa | Shah Rukh Khan: শাহরুখের গানে কনসার্ট মাতালেন ডুয়া লিপা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো...

গত বছর বিক্রান্তের 'টুয়েলফথ ফেইল' বলিউডে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কল্পনার বাইরে ভালোবাসা পেয়েছে তাঁর এই ছবি। এমনকি এই ছবি অস্কারে তালিকাতেও নিজের জায়গা করে নেয়। ‘টুয়েলফথ ফেল’ সত্য ঘটনা অবলম্বনে বানানো। ইউপিএসসি পদপ্রার্থীদের জন্য়ই নাকি এই সিনেমা বানানো হয়েছে। লক্ষ লক্ষ ইউপিএসসি পদপ্রার্থীদের স্ট্রাগল, তাঁদের মধ্যের প্রতিদ্বন্দিতাও দেখানো হয়েছে এই সিনেমায়। তারপরই আগস্টে নেটফ্লিক্সে মুক্তি পায় 'হাসিনা দিলরুবা'র দ্বিতীয় পার্ট 'ফির আয়ি হাসিনা দিলরুবা'। যেখানে তাঁকে রিশুর চরিত্রে দেখা যায়।

সম্প্রতি বিক্রান্তের ছবি  'দ্য সবরমতি রিপোর্ট' মুক্তি পেয়েছে। যেখানে তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি গোধরায় সবরমতি এক্সপ্রেস পোড়ানোর সত্যতা উন্মোচন করার জন্য, যার ফলে ২০০২ সালে গুজরাত দাঙ্গা হয়েছিল। বিক্রান্ত ছাড়াও যে ছবিতে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরাও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এমনকি এই ছবি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে এই ছবি।

সম্প্রতি ৫৫ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), বিক্রান্তকে পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অভিনেতা বলেন, 'আমি সবসময় দায়িত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করি। টুয়েলফথ ফেইল, সেক্টর ৩৬, বা সবরমতি রিপোর্ট যাই হোক না কেন, দায়িত্বশীল সিনেমার অংশ হয়েও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা সবসময় থাকে।'

এছাড়াও বিক্রান্তের 'দ্য সবরমতি রিপোর্ট' ছবিটি IFFI-তেও প্রদর্শিত হয়েছিল। উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এই ছবিটি বক্স অফিসে চলতি বছরে ১৫ নভেম্বরে মুক্তি পাওয়ার পর ২২ কোটি আয় করেছে। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.