নিজস্ব প্রতিবেদন :  মহারাষ্ট্রের কাসারা এলাকায় জমি কিনছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। যে জমি কেনার মূল উদ্দেশ্যর কথা জানলে আপনিও হয়ত অবাক হবেন। জানা যচ্ছে, চাষবাদের কাজের জন্যই এই জমি কিনছেন নওয়াজ। পাশাপাশি, ওই এলাকার চাষিদের উন্নত প্রযুক্তিতে শিক্ষিত করে তুলতেও চান অভিনেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নওয়াজ উদ্দিন সিদ্দিকির ভাই শামসউদ্দিন সিদ্দিকিই জমি কেনা সংক্রান্ত পুরো বিষয়টি সাংবদিকদের জানিয়েছেন। তিনি জানান, উত্তর প্রদেশের বুধানা শহর নওয়াজের জন্মস্থান। আর নওয়াজ সেখানে যেতে খুবই পছন্দ করেন। এমনকি চাষাবাদের কাজেও তাঁর আগ্রহ রয়েছে। তবে তাঁর পক্ষে মুম্বই থেকে বুধানায় এসে চাষবদের কাজ করা সম্ভব নয়, সেকারণেই মহারাষ্ট্রের কাসারাতে জমি কেনার এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, মহারাষ্ট্রের কাসারাতে জমির ওই প্লটের বিষয়ে সমস্ত খবরাখবর নেওয়া হয়েছে। কাসারাতে যে জমিটি কেনার জন্য বাছা হয়েছে সেটা একাবারেই নদীর সংলগ্ন এলাকায়। আমরা ও আমাদের পরিবার আগে কৃষিজীবীই ছিল। তাই আমরা আবারও কৃষিকাজে ফিরতে চাই, এতে নতুন প্রযুক্তি আনতে চাই যাতে ওই এলাকার কৃষকদের উপকার হবে। আশা রাখছি আমরা কৃষকদের উন্নততর প্রযুক্তি ও শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব। গত বছরই আমরা উত্তরপ্রদেশের বুধানাতে চাষের কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করেছি। যা চাষিদের ভীষণই উপকারে লেগেছে।''


আরও পড়ুন- দিলদরিয়া আরিয়ান, বাবার মতোই ভিক্ষুকের পাশে দাঁড়ালেন শাহরুখ পুত্র


  


জানা যাচ্ছে, মুম্বই সংলগ্ন বেশকিছ উর্বর জমির খোঁজ নিয়েছেন নওয়াজ নিজেই। জমি কেনা হয়ে গেলে আগামী সপ্তাহ থেকেই চাষের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন শামসউদ্দিন সিদ্দিকি।  প্রসঙ্গত, বলিউডের এরকম অনেক অভিনেতারই নিজস্ব খামার রয়েছে। 


এই মুহূর্তে নাওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর আগামী ছবি 'মান্ট'র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটি সাদাত হাসানের মান্তোর জীবন ধারার উপর তৈরি হচ্ছে। পাশাপাশি নেটফ্লিক্সে চলা ওয়েব সিরিজ স্যাকরেড গেমসেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন নওয়াজ। 


আরও পড়ুন-শুভশ্রীর জীবনে নতুন কী আসছে? ইঙ্গিত দিলেন রাজ ঘরণী