ওয়েব ডেস্ক: ডিজিটাল মিডিয়ার ভালো-মন্দের কথা বলে দিলেন বলিউড অ্যাক্টর নওয়াজউদ্দিন সিদ্দিকি। গত কয়েক বছরে বলিউড ফিল্মে নানারকম চরিত্রে দেখা গিয়েছে ৪২ বছর বয়সী এই অভিনেতাকে। কখনও তিনি রেস্টুরেন্টের ওয়েটার, কখনও বা তিনি গ্যাংস্টার। আবার কখনও বা তিনি রিপোর্টার। নতুন বছরের শুরুতেই তিনি স্কুল শিক্ষকের ভূমিকায়। আগামী ১৩ জানুয়ারি রিলিজ করবে হারামখোর ফিল্মটি। এই সিনেমায় তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। এই প্রসঙ্গে নওয়াজ বলেছেন, 'কখনও নিজেকে একটা কোনও ইমেজে বেঁধে রাখতে চাই না। লোকে যেন না বলে, আমি শুধু অমুক নির্দিষ্ট ধরণের চরিত্রে অভিনয় করি। বরং, প্রতিটি আলাদা আলাদা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতেই ভালো লাগে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শাহিদ কাপুর অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে কেন, তার জবাব দিলেন


এরপরই নওয়াজ ঢুকে পড়েন ডিজিট্যাল মিডিয়ার প্রসঙ্গে। এবং, ডিজিটাল মিডিয়া নিয়ে নওয়াজের বক্তব্য অনেক। বেশিটাই অবশ্য নেতিবাচক। তবে, রয়েছে ইতিবাচক দিকও। তবে, আগে নেতিবাচক বক্তব্যগুলোই শুনে নিন। নওয়াজ বলেছেন, 'ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই যে যার মতো নিজের মত প্রকাশ করছে। আমি বলছি না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। তবে, এটাও বলব, স্বাধীনতা মানেই সবাই যেন, যা কিছু না লেখে। ধরুন, কোনও সিনেমা দেখে অথবা না দেখেই কত মানুষ সোশ্যাল মিডিয়ায় তাঁর মত প্রকাশ করছেন। দেখতে হবে, যিনি বা যাঁরা এমনটা করলেন, তিনি কি আদৌ এমনটা করার মতো ব্যক্তি?' এর বাইরে অবশ্য ডিজিটাল মিডিয়া সম্পর্কে ভালো মতও পোষণ করেছেন নওয়াজ। তিনি বলেছেন, 'ডিজিটাল মিডিয়ার সবথেকে ভালো দিক হল, 'এরা খুঁজে খুঁজে লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করে।'


আরও পড়ুন  পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঢুকে পড়লেন ওয়ার্নার