ক্যান্সারের সঙ্গে লড়াই, ২৬বছর বয়সেই চলে গেলেন নওয়াজের বোন
২৬ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে।
নিজস্ব প্রতিবেদন: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ৮ বছরের লড়াই। তবে শেষ রক্ষা হল না, অকালেই চলে গেলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) বোন সায়মা তামশি সিদ্দিকি। শনিবার পুণের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নওয়াজের বোন সায়মা। মাত্র ২৬ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে।
সংবাদ মাধ্যমের কাছে বোনের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) নিজেই। তিনি বোনের মৃত্যুর খবর জানিয়ে নওয়াজ জানান, সায়মার মৃত্যুর খবর যখন পান, তখন তিনি আমেরিকাতে 'নো ল্যান্ডস ম্যান' ছবির শ্যুটিংয়ে ছিলেন। অভিনেতা আরও জানান, উত্তরপ্রদেশের বুধানা গ্রামে তাঁদের পৈত্রিক বাড়ি সংলগ্ন এলাকাতেই সায়মার শেষকৃত্যসম্পন্ন হবে বলে জানিয়েছেন নওয়াজ।
আরও পড়ুন-ফ্রক পরার বড়ই শখ, ছবি পোস্ট করে রসিকতা নীনার
আরও পড়ুন-মেয়ে নাইরাকে নিয়ে সৃজিতকে বিয়ে বাংলাদেশের মিথিলার, দেখে নিন ফটো অ্যালবাম
গত বছরই নওয়াজউদ্দিন সিদ্দিকি বোনের ২৫ এর জন্মদিনে ক্যান্সারের (Cancer) সঙ্গে তাঁর লড়াইয়ের কথা জানিয়েছিলেন। লিখেছিলেন, ''মাত্র ১৮ বছর বয়সেই আমার বোনের স্তন ক্যান্সার ধরা পড়ে। তবে ইচ্ছাশক্তি ও সাহসের হাস ধরেই ও ২৫ বছরে পা দিল। ও এখনও লড়াই চালাচ্ছে।'' সেসময় বোনের চিকিৎসার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নওয়াজ।