রিয়াকে পৌঁছে দিতেন নেশার সরঞ্জাম, মাদক পাচারকারী মহাকালকে গ্রেফতার করল এনসিবি
বুধবার রিগাল মহাকালকে আদালতে তোলা হবে বলে খবর
নিজস্ব প্রতিবেদন : মাদক কারবারী এবং পাচারকারীদের খোঁজে ফের জোর তল্লাসি শুরু করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সকালেও মুম্বইয়ের লোখন্ডওয়ালা এলাকা জুড়ে জোর তল্লাসি চালায় এনসিবি। সেখান থেকেই মহাকাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, এই রিগাল মহাকালই অনুজ কেশওয়ানি নামে এক ব্যক্তিকে মাদক পাচার করতেন। এই কেশওয়ানিই এরপর রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীর হাতে মাদক পৌঁছে দিতেন। বুধবারই রিগাল মহাকালকে আদালতে তোলা হবে বলে খবর।
আরও পড়ুন : বৃহন্নলারূপে হাজির মিলিন্দ সোমন, ভাইরাল অভিনেতার ভিডিয়ো
এদিকে লোখন্ডওয়ালার বিভিন্ন জায়গায় তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ এবং মাদক উদ্ধার করা হয় বলে খবর।
গত ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে। সুশান্তের বিশেষ বান্ধবীর পাশাপাশি প্রয়াত অভিনেতার হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্তকেও গ্রেফতার করা হয়। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তী কিন্তু স্যামুয়েল এবং দীপেশ এখনও জেলেই রয়েছেন।