নিজস্ব প্রতিবেদন : 'আঁখ মারে', 'দিলবর', 'ও সাকি', কালা চশমা সহ বলিউডে একাধিক গান গেয়ে সঙ্গীত প্রেমীদের মনে জাগয়া করে নিয়েছেন নেহা কক্কর। বলিউড গায়িকা হিসাবে এই মুহূর্তে নেহা যথেষ্ঠ জনপ্রিয়। তবে বলিউডের ছবি গান গেয়ে পারিশ্রমিক পাওয়া নিয়ে এবার মুখ খুললেন গায়িকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেহা জানিয়েছেন 'বলিউডে গান গেয়ে বিশেষ পারিশ্রমিক পাই না। গান সুপারহিট হবে সেকথা ভেবেই অনেকে আমাদের দিয়ে গান গাওয়ান। তবে আমরা পয়সা রোজগার করি লাইভ শো করে।' তবে নেহা আরও বলেন, 'তবে লাইভ কনসার্ট করে আমরা যথেষ্ঠ টাকা পাই। বলিউড তার ধারে কাছেও টাকা দেয় না।'


আরও পড়ুন-করোনা থেকে মুক্তি, সুস্থ হয়ে উঠলেন পূরব কোহলি ও তাঁর পরিবার



আরও পড়ুন-প্রতিশ্রুতি মতোই ২০০জন গরিব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ঋতুপর্ণা


একসময় 'ইন্ডিয়ান আইডল-২'র প্রতিযোগী হিসাবে শো-তে অংশ নিয়েছিলেন নেহা কক্কর। বর্তমানে সেই নেহাই এখন 'ইন্ডিয়ান আইডল'-বিচারকের আসনে বসেছেন। প্রসঙ্গত, সম্প্রতি হানি সিং-এর সঙ্গে 'মস্কো সুকা' গেয়েছেন নেহা কক্কর। গানটিতে পাঞ্জাবি ও রুশ ভাষা ব্যবহৃত হয়েছে।