নিজস্ব প্রতিবেদন : সবে সবে অঙ্গদ বেদির সঙ্গে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। চুপিসাড়ে বিয়ে সারার পর মধুচন্দ্রিমার জন্য মার্কিন মুলুকে উড়ে যান প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে এবং বউমা। মধুচন্দ্রিমা সেরে ফেরার পর নেহা এবং অঙ্গদের ঝলমলে রিসেপশন হবে বলেও শোনা যায়। কিন্তু, এসবের মধ্যেই নেহা-অঙ্গদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, নেহা ধুপিয়া নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি অঙ্গদের সঙ্গে চুপিসাড়ে বিয়ে সেরে নেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও, বিষয়টি নিয়ে যথেষ্ঠ ধোঁয়াসা রয়েছে। অঙ্গদ এবং নেহাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন।


আরও পড়ুন : মনামীর বিয়ে? বিশ্বাস না হলে দেখুন


প্রসঙ্গত, নোরা ফতেহির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল অভিনেতা অঙ্গদ বেদির। কিন্তু, নোরার সঙ্গে বিচ্ছেদের পরই নেহার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অঙ্গদ। এরপরই নাকি অঙ্গদ-নেহা একসঙ্গে বসবাসও শুরু করেন। বলিউডের এই সেলেব জুটি লিভ ইন শুরু করার কিছুদিনের মধ্যেই তাঁরা বিয়েও সেরে ফেলেন।


আরও পড়ুন : চুপিসাড়ে বিয়ে সারলেন নেহা ধুপিয়া


শোনা যাচ্ছে, নেহা অন্তস্বত্তা হয়ে পড়ার জন্যই নাকি চটজলদি বিয়ে সেরে ফেলেন তাঁরা। পাশাপাশি, নেহা সঙ্গে অল্প কয়েকদিন লিভ ইন সম্পর্ক থাকলেও, তাঁরা নাকি বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে বসবাস শুরু করেছেন। শোনা যায়, এমন গুঞ্জনও।


আরও পড়ুন : বড় মেয়ে সারাকে নিয়ে এ কী বললেন সইফ!


এদিকে সোনাম কাপুরের বিয়ের পরও শোনা যায়, অনিল কন্যা নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি শ্রীদেবীর মৃত্যুর পর মাত্র ১০ সপ্তাহ পরেই তড়িঘড়ি আনন্দ আহুজার ঘরণী হয়ে যান সোনাম কাপুর।