নিজস্ব প্রতিবেদন : ২০১৭-র মেট গালায় যখন তাঁরা একসঙ্গে হাজির হয়েছিলেন, তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর থেকে ক্রমশ নিক জোনাসের কাছাকাছি আসতে শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কার সঙ্গে নিক লিভ ইন সম্পর্কে রয়েছেন বলেও শোনা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন নিকের প্রাক্তন বান্ধবী ডেল্টা গুডরেম। কিন্তু, প্রাক্তন বান্ধবী যতই ক্ষোভ প্রকাশ করুন না কেন, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের বাঁধন কিন্তু দিন দিন আরও শক্ত হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কবে, কোথায় বসছে রণবীর, দীপিকার বিয়ের আসর, দেখে নিন


রিপোর্টে প্রকাশ, নিক জোনাস নাকি প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রিয়াঙ্কা যাতে নিকের হাত ধরেই বাকি জীবনটা কাটিয়ে দেন, ঘনিষ্ঠদের কাছে সেই ইচ্ছেই প্রকাশ করেন নিক। পাশাপাশি নিক জোনাসের দাদা জো জোনাস সম্প্রতি ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেত্রী সোফি টার্নার-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সেই জো জোনাস জানিয়েছেন, প্রিয়াঙ্কার সম্পর্কে নিক ভাবতে শুরু করেছেন। নিকের প্রাক্তন বান্ধবীদের তুলনায় প্রিয়াঙ্কা অনেক বেশি বুঝদর। আর সেই কারণেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক যাতে আরও মজবুত হয়, সেই ইচ্ছেই প্রকাশ করেছেন জো জোনাস।