নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা নিখিল সিদ্ধার্থ। ১৪ মে দীর্ঘদিনের বন্ধু ড: পল্লবী শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন নিখিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মার। তবে করোনা পরিস্থিতির কারণেই বিয়ে স্থগিত রেখেছিলেন নিখিল ও পল্লবীর পরিবার। তবে হায়দরাবাদ টাইমস-এ প্রকাশিত খবর অনুসারে আগামী কাল অর্থাৎ ১৪ মে বিয়েটা সেরে ফেলছেন নিখিল ও পল্লবী। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।


আরও পড়ুন-লকডাউনে ভাইরাল করিনার শরীরচর্চার ভিডিয়ো



আরও পড়ুন-লস অ্যাঞ্জেলেসে সানি লিওনের বিলাসবহুল বাংলোর অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে...


জানা যাচ্ছে, ১৪ মে সকাল ৬.৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। তবে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। প্রথমে যদিও সিদ্ধার্থ ও পল্লবী দুজনেই বিয়ে আরও পিছিয়ে দেওয়ার কথাই ভেবেছিলেন। তবে যেহেতু শীঘ্রই এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনও সুযোগ নেই, সেকথা মাথায় রেখেই ১৪ মে তাঁদের বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্তই নিয়েছেন দুজনের পরিবার। তবে সরকারি বিধিনিষেধ মেনে, যতটা সম্ভব সুরক্ষা নিয়েই অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।