ওয়েব ডেস্ক: উৎসবের শহর জুড়ে বাজছে 'বিসর্জন'-এর বাদ্যি, সকাল থেকে রাত, অনবরত, অবিরাম। কলকাতায় 'সংস্কৃতির পীঠস্থান' নন্দন রাজিই নয় 'বিসর্জন'কে সরিয়ে দিতে। 'সিটি অব জয়' জড়িয়ে ধরেছে জয়াকে (জয়া এহসান)। কলকাতা এক মুহূর্তও ছাড়তে রাজি নয় তাঁকে! নন্দনে ননস্টপ ২৮ দিন, 'বিসর্জন' চলছেই (হাউসফুল)। এটাই সর্বকালের সেরা রেকর্ড। এমনিতে 'উৎসাহ বিমুখ' থাকা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত হলেও 'সিনেমাওয়ালা'র কাছে ৪ সপ্তাহ নন্দনে ননস্টপ অবিরাম থেকে যাওয়াটা বিরাট সাফল্যের। যেখানে 'বাহুবলী টু' ১টা থেকে দাপট দেখাচ্ছে নন্দনে সেখানে জাতীয় পুরস্কার জয়ী সিনেমা 'বিসর্জন' সর্বজয়ের বাজনা বাজিয়েই চলেছে। একেই বোধহয় বলে কেল্লা ফতেহ্‌। সিনেমা রিলিজের আগেই জাতীয় পুরস্কার, তারপর দুই বাংলাকে একফ্রেমে এঁটে, সক্কলের মন জয়, আরও সহজে বললে জয়া দিয়েই সর্বজয়ের পথে কৌশিক গাঙ্গুলি। টুইটে লিখলেন, "ননস্টপ ৪ সপ্তাহ। নন্দন এবং বিসর্জন-এর জন্য এটা রেকর্ড। ধন্যবাদ কলকাতা। ভালোবাসা"। এই টুইট রিটুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ও।