FIFA World Cup 2022 : `উল্টো করে পতাকা কেন ধরেছেন?` ফিফার ফ্যান ফেস্টে তেরঙা ধরে ট্রোলড নোরা!
ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চ। অনুষ্ঠানস্থল কাতরের দোহা, অল বিদা পার্ক। সেখানেই উপস্থিত নোরা ফতেহি। `জয় হিন্দ` বলে এদেশের তেরঙা পতাকা হাতে দেখা গেল অভিনেত্রী, নৃত্যশিল্পীকে। তবে একটু ভুল হয়ে গিয়েছে। জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেছিলেন, আর সেকারণেই তীব্র ট্রোলের মুখে পড়েন নোরা। এধরনের ঘটনাকে জাতীয় পতাকার অবমাননা বলেই ধরছেন নেটপাড়ার বহু নাগরিক।
Nora Fatehi, FIFA World Cup 2022, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চ। অনুষ্ঠানস্থল কাতরের দোহা, অল বিদা পার্ক। সেখানেই উপস্থিত নোরা ফতেহি। 'জয় হিন্দ' বলে এদেশের তেরঙা পতাকা হাতে দেখা গেল অভিনেত্রী, নৃত্যশিল্পীকে। তবে একটু ভুল হয়ে গিয়েছে। জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেছিলেন, আর সেকারণেই তীব্র ট্রোলের মুখে পড়েন নোরা। এধরনের ঘটনাকে জাতীয় পতাকার অবমাননা বলেই ধরছেন নেটপাড়ার বহু নাগরিক।
ইতিমধ্যেই দোহায় ফ্যান ফেস্টের মঞ্চে নোরা ফতেহির পারফরম্যান্সের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে একটি ভিডিয়োতে পারফরম্যান্সের পর জাতীয় পতাকা ওড়াতে দেখা গিয়েছে নোরাকে। যেখানে রুপোলি রঙের গ্লিটারিং ড্রেসে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভাইরাল ভিডিয়োর শুরুতে 'জয় হিন্দ' বলতে শোনা গিয়েছে নোরাকে। তারপর পাল্টা প্রতিক্রিয়ায় উপস্থিত দর্শকদের থেকেও 'জয়হিন্দ' শুনতে চান নোরা। বলেন, 'ফিফা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া নেই, তবে আমাদের নাচ, গান, পারফরম্যান্সের মধ্যে দিয়েই এই প্রতিযোগিতায় ইন্ডিয়া অংশ নিচ্ছে।' এরপরই দর্শক আসন থেকে 'ইন্ডিয়া', 'ইন্ডিয়া...' স্লোগান শোনা যায়। তবে ভুল বশত জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেন নোরা ফতেহি।
আরও পড়ুন-দুর্ঘটনায় গুরুতর জখম, হাসপাতালে গায়ক জুবিন নটিয়াল
ভিডিয়োর নিচে উঠে এসে নানান মন্তব্য। কেউ লেখেন, 'তেরঙা ঠিক সে ধরো', আর একজন লিখেছেন, 'ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন ম্যাডাম।' কারোর মন্তব্য, 'নাচ করতে গেছেন তো ওটাই করুন, জাতীয় পতাকার অবমাননা করবেন না।' এভাবেই নেটপাড়ায় তীব্র ট্রোলের মুখে পড়েছেন নোরা।
প্রসঙ্গত, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর মিউজিক ভিডিয়ো 'Light the Sky'-এও দেখা গিয়েছে নোরাকে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিয়োটি। যেখানে নোরা ছাড়াও দেখা গিয়েছিল ইয়েমেনের গায়িকা বালকিস ফাথি, মরোক্কান পপ গায়িকা মানাল, ইরাকের গায়িকা রিয়াদ-কে।