নিজস্ব প্রতিবেদন: তৃতীয় কারও উপস্থিতিতে ভেঙে গেল দু'জনের সম্পর্ক। শুধু সম্পর্ক ভেঙে যাওয়াই নয়, তৃতীয় কারও হাজিরায় শেষ পর্যন্ত নিজের কাছের মানুষের জন্য় জীবনও দিয়ে দেন ভিকি কৌশল। কি ঝটকা লাগল তো শুনে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচলেন প্রভাস, ভাইরাল ভিডিয়ো
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সবে সবে মুক্তি পেয়েছে ভিকি কৌসল এবং নোরা ফতেহির 'পচতাওগে'। সেখানেই ভিকি এবং নোরার প্রেমের গল্পকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। যেখানে নোরা ফতেহির জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে দিতে দেখা যায় ভিকিকে। নোরা এবং ভিকির এই 'মিউজিক্যাল ট্র্যাক' মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উতসাহ বাড়তে শুরু করে। 'পচতাওগে'-র গান গেয়েছেন অরিজিত সিং।




নোরা ফতেহি এবং ভিকি কৌশলের নয়া জুটি নিয়ে ইতিমধ্যেই তাঁদের ভক্তদের উতসাহ বাড়তে শুরু করেছে। বলিউডে এই প্রথম নোরা ফতেহি এবং ভিকি কৌশলকে একসঙ্গে দেখা গেল। ভবিষ্যতে তাঁদের একসঙ্গে আবার দেখা যাবে বলে আসা তাঁদের ভক্তদের।
প্রসঙ্গত উরি-র জন্য সম্প্রতি জাতীয় পুরস্কারের তালিকায় নিজের জায়গা করে নেন ভিকি কৌশল।