ওয়েব ডেস্ক : একেই তো ভরা বর্ষা, তার ওপর প্রেমের সময়। আর তাতে যদি আপনাকে মনে করিয়ে দেওয়া হয় সেই নস্টালজিক মুহূর্তটি তাহলে কেমন হয় বলুন তো?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- A সার্টিফেকেট পেয়ে অবশেষে মুক্তি পেল 'কসমিক সেক্স'


মনে পড়ে গত শতাব্দীর সেই ৯০-এর দশকের কথা? বাইরে অন্ধকার নেমে এসেছে। আর তার মাঝে রাস্তার ক্ষীণ আলোয় নাচছেন এক যুগল। সঙ্গে গান ''টিপ টিপ বর্ষা পানি''। একপ্রকার সেই সময়ের যুবসাজের মনে ছুঁয়ে গেছিল এই গানটি। সেই সঙ্গে বর্ষা ও প্রেম একাকিত্ত হয়ে গিয়েছিল সেদিন। তৈরি হয়েছিল ভারতীয় চলচিত্রে একটি অমর কীর্তি। আজও একই রকম ভাবেই বর্ষার দিনে মনে পড়ে যায় সেদিনের সেই গানটি।


তবে, দিন কয়েক এই গানটি শুনতে শুনতে এখনকার বলিউড ডিভা আলিয়া ভাট একই রকম ভাবে একটি হলুদ শাড়ি পড়ে সেই নাচের অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করলেন।


কিন্তু তারপর, দেখুন ভিডিওটিতে-