`প্রেমিকাকে চড় মারা দোষের নয়` বিতর্কিত মন্তব্য কবীর সিং পরিচালকের
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে তিনি বলেন...
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছে কবীর সিং। ১৪ দিনেই ২০০ কোটি এসেছে ছবির ঝুলি। বলার অপেক্ষা রাখে না শুরুর দিন থেকেই শিরোনামে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি। তবে এবার ছবি নয়, বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন খোদ পরিচালক।
আরও পড়ুন: রিয়ালিটি শো-এ বিপন্ন প্রজাতির ঝিনুক হাতে নিয়ে জেল, জরিমানার মুখে অভিনেত্রী!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে তিনি বলেন "আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে গভীরভাবে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার সঙ্গীর একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু দেখতে পাচ্ছি না আমি।" আর এই মন্তব্যকে কেন্দ্র করেই এখন তোলপাড় সোশাল মিডিয়া। কার্যত রেগে আগুন নেটিজেনরা। তাঁরা বলছেন এমনটা মোটেই রুচিকর নয়।