নিজস্ব প্রতিবেদন: এবার নিজের পাড়াতে বসেই ফিল্ম ফেস্টিভ্যালের আনন্দ নিতে পারবেন আপনি। শহরের বাছাই করা পাঁচ জায়গায় ফেস্টিভ্যালের ছবি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মূলত কসবা, যাদবপুর, টালা পার্ক, বেহালার বাসিন্দাদের জন্য এই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। ১০ নভেম্বর নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন শাহরুখ খান, মহেশ ভাট, কমল হাসান, কাজল। এবারের ফিল্ম ফেস্টিভ্যালে ১৪৩টি ছব দেখানো হবে।


একজন অভিনেত্রী হওয়ার সত্যিকারের সংজ্ঞা শেয়ার করলেন বিদ্যা বালান


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে, পাড়ায় পাড়ায় এই চলচ্চিত্র উত্‌সবকে পৌঁছে দিতে হবে। গত বছরও ৫টি সিনেমা পাড়ায় পাড়ায় দেখানো হয়েছিল। এবারেও তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০টি সিনেমা পাড়ায় পাড়ায় দেখানো হবে। যাতে সাধারণ মানুষও এই উত্‌সবের সঙ্গে সামিল হতে পারেন।


 



ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা হৃত্বিক রোশনের