নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজো জমিয়ে উপভোগ করেছেন কমবেশি প্রায় টলিগঞ্জের সমস্ত সেলিব্রিটি। বিয়ের পর প্রথম পুজো, তাই পুজোর আনন্দ থেকে নিজেকে দূরে রাখেননি নুসরত জাহাঁ। মাঝে মধ্যেই পুজো মণ্ডপে নুসরতের নানান ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অষ্টমীর দিন স্বামী নিখিল জৈনের সঙ্গে সুরুচি সঙ্ঘের পুজোয় হাজির হয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। সেখানে অরূপ বিশ্বাসের সঙ্গে মিলে ঢাক বাজাতে দেখা যায় নুসরতকে। সেই ভিডিয়ো আগেই উঠে এসেছিল Zee ২৪ ঘণ্টা ডিজিটালের পাতায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঢাকের তালে নুসরতের জমিয়ে নাচের ভিডিয়ো। যেখানে হলুদ পাড় লাল শাড়ি পরেই নাচতে দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রীকে। উল্টোদিকে তখন ঢাক বাজাচ্ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও নুসরতের স্বামী নিখিল।


আরও পড়ুন-কেক কেটে নয়, এভাবেই জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করেন অমিতাভ




অষ্টমীর দিন নুসরত-নিখিলের সঙ্গে সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়কেও। প্রসঙ্গত খুব শীঘ্রই জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবি 'অসুর'এ দেখা যাবে নুসরতকে। বিয়ের পর এটাই হতে চলেছে তাঁর প্রথম ছবি। 


আরও পড়ুন-এক মুখ দাড়ি, মাথায় বাঁধা ময়লা মাখা ফেট্টি, রণবীরকে দেখলে চমকে যাবেন