নিজস্ব প্রতিবেদন : ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার জুড়ে দিয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন। ফ্রাইং প্যান হাতে চেঁচিয়ে নিখিল বলতে শোনা গেল, ''বউ বউয়ের মত থাকো। বাইরে বের হও, আজ তোমার ঠ্যাং ভেঙে রেখে দেব''। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে এই ভিডিয়ো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাঁ, ঠিকই শুনছেন। সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনের কথা-ই বলছিলাম। তাঁদের ঝগড়ার ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। সকলেরই প্রশ্ন হঠাৎ কী এমন ঘটল? নিখিলকে এর আগে এমন ভয়নক রূপে কেউ দেখেছেন বলে মনে পড়ে না। তবে 'কাহানি মে টুইস্ট হ্য়ায়'। ভিডিয়োর পরবর্তী অংশেই দেখা যাচ্ছে নুসরত বের হতেই রণং দেহি মেজাজ ছেড়ে ''তুম যো আয়ে জিন্দেগী মে বাত বান গায়ি" গান ধরলেন নিখিল। আসলে পুরো ভিডিয়োটিই মজা করে বানানো। নুসরত জাহানের ফ্যানপেজ থেকে ভিডিয়োটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন-বরুণ-সারার হাত ধরে ফিরছে গোবিন্দা-করিশ্মার 'কুলি নম্বর ১'এর রিমেক, প্রকাশ্যে ট্রেলার





গত বছর ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নুসরত জাহান। তুরস্কয় বসেছিল বিয়ের আসর। তারপর থেকে জমিয়ে সংসার করছেন নুসরত-নিখিল জুটি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেও দেখা যায়। নুসরত-নিখিলের এই ভিডিয়ো ঘিরে সোশ্যালে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।


আরও পড়ুন-গোয়ার সৈকতে HOT অবতারে 'দুপুর ঠাকুরপো'র 'ঝুমা বৌদি' মোনালিসা