Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা মামলায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, ইডির দফতর থেকে বেরিয়ে নুসরত বললেন...
Nusrat Jahan: মঙ্গলবার সাড়ে ৬ ঘণ্টা ধরে তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার সঙ্গে অভিনেত্রী-সাংসদের আর্থিক লেনদেনের প্রসঙ্গ, তাঁর ফ্ল্যাট কেনা প্রসঙ্গেও জিজ্ঞাসাবাদ করা হয় নুসরতকে। এমনকী ডিরেক্টর হিসাবে কী কী দায়িত্ব ছিল তাঁর, তাও জানতে চাওয়া হয় সাংসদের কাছ থেকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল: মঙ্গলবার ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানকে(Nusrat Jahan) তলব করে ইডি(ED)। সকাল ১১ টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাঁকে ডেকে পাঠানো হলেও সময়ের আগেই সকাল ১০টা ৪৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেত্রী সাংসদ। সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডি দফতর থেকে বেরোনো মাত্রই তাঁকে নানা প্রশ্ন করা হলে নুসরত বলেন, ‘ইডির সব প্রশ্নের উত্তর দিয়েছি। সম্পূর্ণ সহযোগিতা করেছি’।
জানা যায় ইডির চার আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন নুসরতকে, উপস্থিত ছিলেন মহিলা অফিসারও। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার সঙ্গে অভিনেত্রী-সাংসদের আর্থিক লেনদেনের প্রসঙ্গ, তাঁর ফ্ল্যাট কেনা প্রসঙ্গেও জিজ্ঞাসাবাদ করা হয় নুসরতকে। এমনকী ডিরেক্টর হিসাবে কী কী দায়িত্ব ছিল তাঁর, তাও জানতে চাওয়া হয় সাংসদের কাছ থেকে। ইডির তরফে জানা যায় যে নুসরতের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আপাতত ইডিকে যে যে তথ্য দিয়েছেন সাংসদ অভিনেত্রী, তাই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। যদি প্রয়োজন হয়, তাহলে আবারও তাঁকে ডেকে পাঠানো হবে, এমনটাই খবর।