Nusrat Jahan: পায়ে আলতা, হাতে পদ্ম, লাল পাড় সাদা শাড়িতে কটাক্ষের মুখে নুসরত
Nusrat Jahan: পুজো শুরু, রবিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের আগমনীর শুভেচ্ছা জানান নুসরত জাহান। এরপরেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।
Nusrat Jahan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, মহা আলয়ে পিতৃপুরুষকে স্মরণ করে দেবীর আশ্রয়ে যাপন শুরু বাঙালির। রবিবার আগমনীর শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিয়ো পোস্ট করেন নুসরত জাহান। মুসলিম পরিবারের মেয়ে হয়েও যেকোনও উৎসবেই সামিল হতে দেখা যায় তাঁকে। দুর্গাপুজোর অঞ্জলি থেকে শুরু করে সম্প্রতি লোকনাথ মন্দিরে ভোগ রান্না করতেও দেখা গেছে নায়িকাকে। এবার মহালয়ায় একটি স্পেশাল ভিডিয়ো শ্যুট করেন অভিনেত্রী। বাঙালি সাজে নুসরতের থেকে চোখ সরানো দায়। মোহময়ী নুসরতের চাহনিতেই কাবু তাঁর অনুরাগীরা।
বাওয়ালি রাজবাড়িতে ভিডিয়োটি শ্যুট করেছেন নুসরত। ভিডিয়োতে লাল পাড় সাদা শাড়িতেই মাত করেছেন নায়িকা। চোখে কাজল, কপালে লাল টিপ, হাতে ও পায়ে আলতা, পায়ে রুপোর নুপূর, পরনে হালকা সোনার গয়না, হাতে পদ্ম নিয়ে পুকুড় পাড়ে বসে নুসরত। সেখানে মাতৃপ্রতিমা তৈরি করছেন এক শিল্পী। শিউলি, পদ্মর মাঝে নুসরতের সাজ যেন মা দুর্গার মতোই। নেপথ্যে চলছে ‘বাজল তোমার আলোর বেণু’, পুজোর প্রস্তুতিতে ব্যস্ত দুর্গা বেশে নুসরত।
আরও পড়ুন: Prosenjit-Rachana: রচনার জন্য অবশেষে ফুচকাওয়ালা প্রসেনজিৎ!
এই ভিডিয়ো পোস্ট করার পরেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। যদিও ভিডিয়োর মাধ্যমে সর্বধর্মের প্রতি সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন নুসরত। বরাবরই সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন তিনি। কিছুদিন আগেই লোকনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি, এমনকী ভোগ রান্নাও করেছিলেন। তবে এবার সম্প্রীতির বার্তা দিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। শুধু তাঁর ধর্ম নিয়েই নয়, তাঁকে বডি শেমিং করতে ছাড়েনি নেটিজেনরা।
এক নেটিজেন লেখেন, ‘ভালো লাগছে কিন্তু ঠোঁটটা সার্জারির পর অহেতুক বড়ো লাগে’। অন্য এক নেটিজেন লেখেন, ‘নকল হিন্দু সেজে সনাতন ধর্মকে ছোট করা, ন্যাকামি’, আরও অনেকেই তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। বারংবারই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। তবে এই কটাক্ষ বা ট্রোলারদের পাত্তা দিতে নারাজ নুসরত। তিনি বারবারই বলেছেন যে তাঁর কাছে মনুষ্যত্বই ধর্ম। একদিকে যেমন কটাক্ষের বন্যা সেরকমই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর,মুসলিম হয়েও এত সুন্দর করে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার জন্য, ভালো লাগছে তোমাকে নুসরত’। অনেকেই নায়িকার সৌন্দর্যে মুগ্ধ, তাঁদের সেই মুগ্ধতার কথা জানাতে ভোলেননি তাঁরা প্রিয় নায়িকাকে।