ওয়েব ডেস্ক : এতো শুধুই ট্রেলর। আর তাতেই নাকি কাঁপিয়ে দিয়েছেন এই বোল্ড অ্যান্ড বিউটিফুল লেডি। সম্প্রতি, সোনাক্ষী সিনহা অভিনিত 'আকিরা'-র ট্রেলর রিলিজ হয়েছে। আর তাতে তাঁর নতুন লুকস নিয়েই এখণ ফিদা এই বোল্ড লেডির ফ্যানরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোনাক্ষির আকিরায় আছেন এই বলিউড পরিচালক


এই ছবিতে সোনাক্ষী একটি ভিন্ন স্বাদের অভিনয় করছেন। আর তাতেই তাঁর পুরো লুকটাই বদলে গেছে। এখানেই নাকি বাজিমাত করেছেন তিনি।


ছবির প্রযোজক জানিয়েছেন 'আকিরা'-র ট্রেলর ইউটিউবে পোস্ট করার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি মানুষ তা দেখে ফেলেছেন। কী ভাবছেন এবার আপনিও দেখবেন নাকি?