নিজস্ব প্রতিবেদন- সিনেমার সমাবর্তন-WBFJA অ্যাওয়ার্ডসের মঞ্চে পালিত হল পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। কেক কাটলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। স্মৃতিতে ডুব দিলেন বাংলা ছবির মহাতারকা। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের কথা এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন প্রসেনজিত্‍। মঙ্গলবার পরিচালকের জন্মদিনে একটি বিশেষ ভিডিও করে চিঠি লিখে তাঁর মনের কথা জানান নায়ক। তাঁর অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসে পরিচালক ঋতুপর্ণের অবদান অপরিসীম। 'উনিশে এপ্রিল','উত্‍সব', 'দোসর', 'খেলা', 'চোখের বালি', 'সব চরিত্র কাল্পনিক', 'নৌকাডুবি'- ঋতুপর্ণের পরিচালনায় বাঙালি দর্শক পেলেন অন্য এক প্রসেনজিতকে, যিনি তারকা বটে, তবে তার থেকেও বড় অভিনেতা। সিনেমার সমাবর্তন মঞ্চে তাঁর প্রিয়তম বন্ধুকে স্মরণ করলেন তারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে ওয়েস্ট বেঙ্গেল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের বিভিন্ন বিভাগের মনোনয়ন আজ প্রকাশিত হল। 
সেরা ছবির ক্যাটেগরিতে রয়েছে
দ্বিতীয় পুরুষ
অব্যক্ত
শ্রাবণের ধারা
বরুণবাবুর বন্ধু
ড্রাকুলা স্যার


সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় রয়েছেন
সৃজিত মুখোপাধ্যায়
সুদেষ্ণা রায় ও অভিজিত্‍ গুহ
অনীক দত্ত
দেবালয় ভট্টাচার্য 
মৈনাক ভৌমিক


আরও পড়ুন: Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যান পেজ, জন্ম থেকেই 'তারকা' Yishaan


সেরা অভিনেতার ক্যাটেগরিতে রয়েছেন
পরমব্রত চট্টোপাধ্যায়
জিত্‍
অনির্বাণ ভট্টাচার্য
শাশ্বত চট্টোপাধ্যায়


সেরা অভিনেতা (মহিলা) ক্যাটেগরিতে রয়েছেন
অর্পিতা চট্টোপাধ্যায়
ঋতুপর্ণা সেনগুপ্ত
স্বস্তিকা মুখোপাধ্যায়
রুক্মিণী মৈত্র
অপরাজিতা আঢ্য
এছাড়াও অন্যান্য আরও ক্যাটেগরি রয়েছে। এবার জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে ৬ অক্টোবর, সকালে, প্রিয়া সিনেমাহলে।