Oscars 2020: অস্কারে সেরা ছবি প্যারাসাইট, সেরা অভিনেতা জোয়াকিন ফিনিক্স
জোকারের জন্য সেরা সহঅভিনেতা নির্বাচিত হন ব্র্যাড পিট
নিজস্ব প্রতিবেদন: ৯২তম অস্কারের মঞ্চে হলিউডকে টেক্কা। অস্কারের মঞ্চে এবার সেরা ছবির মুকুট ছিনিয়ে নিল কোরিয়ার ছবি প্যারাসাইট। বন জং হু-র এই সিনেমা সেরা পরিচালক, চিত্রনাট্যর জন্য অস্কারের জন্য মনোনীত হয়। পাশাপাশি হু-এর এই সিনেমা সেরা বিদেশি ছবির তকমাও ছিনিয়ে নেয়। পাশাপাশি এবার জোকার ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন জোয়াকিন ফিনিক্স।
ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের জন্য সেরা সহঅভিনেতার পুরস্কার পেলেন ব্র্যাড পিট। বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম-এর শিরোপা যায় টয় স্টোরি ৪-এর ঝুলিতে। বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে হেয়ার লভ। এডিটিং-এ সেরার তকমা পেয়েছে ফর্ড ভি ফেরারি। বেস্ট সিনেমাটোগ্রাফি হিসেবে পুরস্কার পেয়েছে রজার ডেকিন্স, ১৯১৭। বেস্ট সাউন্ড মিক্সিং-এ পুরস্কার পেয়েছে, ১৯১৭। বেস্ট সাউন্ড এডিটিং-এও পুরস্কার জিতে নেয় ফোর্ড ভি ফেরারি। সেরা সহঅভিনেত্রী লরা ড্রেন, ম্যারেজ স্টোরির জন্য এই পুরস্কার পান তিনি। সেরা অভিনেত্রীর তকমা পান রেনে জেলওয়েগার। জুডির জন্য এই তকমা পান তিনি। আই অ্যাম গন আ লভ মি আগেইন, রকেটম্যান নির্বাচিত হয়েছে সেরা গান হিসেবে।