নিজস্ব প্রতিবেদন : মাত্র ১৬ বছর বয়সে নাকি জীবনের সবচেয়ে দুর্বিসহ ঘটনা ঘটে তাঁর সঙ্গে। এত বছর ধরে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। কিন্তু, ৩২ বছর ধরে মুখ বন্ধ করে রাখার পর এবার সেই ঘটনা প্রকাশ্যে আনলেন আমেরিকান মডেল পদ্মলক্ষ্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'আমার নগ্ন ভিডিও ভিডিও পাঠিয়ে দেয় মা-কে', বিস্ফোরক রাধিকা


মার্কিন মডেল তথা সলমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী বলেন, তাঁরা তখন লস এঞ্জেলসের শহরতলি থাকতেন। লস এঞ্জেলসে থাকাকালীন বছর ২৩-এর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ওই যুবকের সঙ্গে ডেটিংও শুরু করেন। কিন্তু, বছর ২৩-এর ওই যুবকের সঙ্গে ডেটিং শুরু করার কয়েকদিনের মধ্যেই তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। কোনও এক নববর্ষের বিকেলে ভালবাসার মানুষের হাতে তাঁকে ধর্ষিত হতে হয় বলে অভিযোগ করেন পদ্মলক্ষী।


আরও পড়ুন : তাঁর যৌন হেনস্থা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, দাবি তনুশ্রী দত্তের


শুধু তাই নয়, সৎ বাবার আচরণ নিয়েও এবার মুখ খোলেন পদ্মলক্ষ্মী। তিনি বলেন, মাত্র ৭ বছর বয়স থেকে যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। মায়ের গরহাজিরায় সৎ বাবা তাঁর শরীরের যে কোনও জায়গায় স্পর্শ করতেন। মা-কে সেই কথা জানাতেই, তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে পদ্ম লক্ষ্মীকে ভারতে তাঁর দাদু, ঠাকুমার সঙ্গে থাকতে হয় বলেও জানান আমেরিকার এই মডেল।


মায়ের ব্যবহারে মন খারাপ হলেও, তিনি বুঝতে পেরেছিলেন এইসব বিষয়ে মুখ খুলে কিছু হবে না। যদি কেউ প্রতিবাদ করেন, তাহলে না জেনেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার সত্যতা কেউ কখনও খতিয়ে দেখেন না বলেও অভিযোগ করেন পদ্মলক্ষ্মী।


আরও পড়ুন : দীপিকার রূপে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্ত!


‘ভার্জিন’ অবস্থায় তাঁকে যেভাবে যৌন হেনস্থার মুখোমুখি হতে হয় এবং ধর্ষিত হতে হয়, তা জানলে এখনও শিউরে ওঠেন। কিন্তু, ভবিষ্যত প্রজন্মকে যাতে কোনওভাবে এইসব ভয়াবহ অভিজ্ঞতার শিকার না হতে হয়, এবার সেই প্রার্থনাই করেন পদ্মলক্ষ্মী।


সম্প্রতি যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বাঙালি অভিনেত্রী বলেন, ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় বলিউডের এক বর্ষীয়ান অভিনেতা তাঁকে অপমান করেন। ওই সময় তাঁকে হেনস্থাও করা হয় বলেও অভিযোগ করেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে ওই সময় তিনি সরব হয়েছিলেন বটে, কিন্তু কোনও কাজ হয়নি বলেও অভিযোগ করেন তনুশ্রী।