`বিনতে দিল` গানের শ্যুটিংয়ে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ বনশালি
`পদ্মাবত`এ রণবীরের অভিনয় দেখে কম-বেশি সকলেই মুগ্ধ। বিশেষ করে `পদ্মাবত`এ মালিক কাফুরের সঙ্গে রণবীরের `বিনতে দিল` গানটি মনে পড়ে? গানটিতে রণবীরের পারফরম্যান্স দেখে এককথায় অনেকেই বলে উঠেছিলেন `অসাধারণ`! সত্যিই অসাধারণই বটে।
নিজস্ব প্রতিবেদন : 'পদ্মাবত'এ রণবীরের অভিনয় দেখে কম-বেশি সকলেই মুগ্ধ। বিশেষ করে 'পদ্মাবত'এ মালিক কাফুরের সঙ্গে রণবীরের 'বিনতে দিল' গানটি মনে পড়ে? গানটিতে রণবীরের পারফরম্যান্স দেখে এককথায় অনেকেই বলে উঠেছিলেন 'অসাধারণ'! সত্যিই অসাধারণই বটে।
তবে জানেন কীভাবে হয়েছিল এই 'বিনতে দিল' গানের শ্যুটিং? আলাউদ্দিন খলজির চরিত্রে রণবীর এবং মালিক কাফুরের চরিত্রে জিম সর্ভ এই গানে কীভাবে অভিনয় করেছিলেন তা নিশ্চয় আপনাদেরও জানতে ইচ্ছে করে। আর সেকথা মাথায় রেখেই 'বিনতে দিল' গানের শ্যুটিং-এর ভিডিও প্রকাশ্যে এনেছেন 'পদ্মাবত'এর প্রযোজনা সংস্থা। তাতে শ্যুটিংয়ের সময়ই রণবীরের পারফরম্যান্সে মুগ্ধ বনশালিকে বলতে শোনা যাচ্ছে, '' রণবীর কিতনা মস্ত করতা হ্যায় তু ইয়ে গানা''। একথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''রণবীর, এই গানে তুই কী অসাধারণই না অভিনয় করছিস!''
দেখুন...
এর আগে 'খলিবলি' গানের শ্যুটিংয়ের ভিডিও প্রকাশ্যে এনেছিলেন 'পদ্মাবত'-এর নির্মাতারা।
আরও পড়ুন-নিজের কোমরে এ কার ছবি আঁকলেন সুস্মিতা!
আরও পড়ুন- সিরিয়া নিয়ে প্রধানমন্ত্রীকে এই পরামর্শই দিলেন রাখী