নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই মুক্তির দিন পিছিয়ে গিয়েছে ‘পদ্মাবতী’র। তা বলে ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্কে কোনও কমতি নেই। কখনও দীপিকা পাডুকনের মুণ্ডচ্ছেদ করলে ১০ কোটি টাকার পুরস্কার, আবার কখনও অভিনেত্রীকে জ্যান্ত পুড়িয়ে দিতে পারলে ইনাম ঘোষণা হচ্ছে।  রাজপুত করণি সেনার পর এবার সঞ্জয় লীলা বনশালীর সিনেমা নিয়ে সুর চড়াচ্ছে ক্ষত্রিয় সমাজ নামের আরও একটি সংগঠন। এসবের পাশাপাশি বনশালীর এই সিনেমা নিয়ে এবার বিতর্ক আরও একধাপ বাড়িয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এক মিনিট পারফর্মেন্সের জন্য ৪০,০০,০০০ দর হাঁকালেন প্রিয়াঙ্কা!


সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক তথ্যে যদি কোনও ভুল থাকে কিংবা রানি পদ্মাবতীর চরিত্র নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, তাহলে মধ্যপ্রদেশে ওই সিনেমা দেখানো হবে না।’ অর্থাত কোথাও কোনও ‘ত্রুটি’ চোখে পড়লেই, বনশালীর ওই সিনেমা মধ্যপ্রদেশে মুক্তি পাবে না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।


পদ্মাবতীর মুক্তি যাতে আটকে দেওয়া হয়, সেই দাবিতে সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায় বেশ কয়েকটি রাজপুত সংগঠন। আর সেইসব সংগঠনের দাবি মেনেই এবার পদ্মাবতীর মুক্তি আটকে দেওয়া হবে বলে মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।


শুনুন কী বললেন শিবরাজ সিং চৌহান..