জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কে একের পর এক পাকিস্তানি ইউটিউবার। বারংবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তাঁদের ব্যক্তিগত ভিডিয়ো। টিকটক তারকা মিনাহল মালিককে ঘিরে তৈরি হয়েছিল চাঞ্চল্য। এবার সেই তালিকায় নতুন নাম ইমশা রেহমান। অনলাইনে ফাঁস হয়ে যায় জনপ্রিয় পাকিস্তানি টিকটকার ইমশা রেহমানের ব্যক্তিগত ভিডিও। এরপরেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় করে দেন ইশমা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Actor Death: আসন্ন ২ সিনেমার রিলিজ! ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ...


ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। নেটিজেনদের অভিযোগ যে ইমশা তাঁর অনুসারীদের সংখ্যা বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত ফুটেজটি ফাঁস করেছেন। কী করে ফাঁস হয়ে গেল গোপন ভিডিও? কীভাবে বারংবার ডেটা ব্রিচের শিকার হচ্ছেন তরুণী ভ্লগাররা। অনেকেরই দাবি যে সোশ্যাল মিডিয়ায় ও সংবাদে ভেসে থাকার জন্যই নাকি নিজের ব্যক্তিগত ভিডিয়ো চাউর করেছেন তিনি। 


পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিডিওতে দেখা যাচ্ছে ইমশা তাঁর বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। ফুটেজটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে কে এই ক্লিপটি ফাঁস করেছে তা স্পষ্ট নয়। ভিডিয়ো ভাইরাল হওয়া মাত্রই ইমশা তাঁর ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেন। তাঁর ভিডিওর একটি স্ক্রিনশট ঘুরপাক খাচ্ছে বলে জানা গেছে, যেখানে তিনি ভাইরাল ভিডিওটিকে সম্বোধন করেছেন। এতে লেখা ছিল, "যতক্ষণ ভিডিও ভাইরাল, ততক্ষণ আমার অ্যাকাউন্ট বন্ধ রাখব"। 


আরও পড়ুন- Juhi Chawla Wedding: গোপনে বিয়ে করলেন জুহি! কারণ জানিয়ে নিজেই বললেন...


ইশমার এক্স অ্যাকাউন্টে প্রায় ১১ হাজার অনুসারী রয়েছে। সেই এক্স হ্যান্ডেলে ইমশা তাঁর সেলফি শেয়ার করেন এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চান। তিনি লিখেছেন, 'সাম্প্রতিক ভিডিও ভাইরাল হওয়ার জন্য আমি আমার সমস্ত ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটি কখনই আমার উদ্দেশ্য ছিল না এবং যে কোনও হতাশার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি এই সময়ে আপনার সমর্থন প্রত্যাশা করি'।


কয়েক দিন আগে, পাকিস্তানি টিকটকার মিনাহল মালিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়, যা উঠে আসে খবরের শিরোনামে। পাকিস্তানি অভিনেত্রী-গায়ক মিশি খান তাঁর বিরুদ্ধে প্রচারের জন্য তাঁর নিজের ভিডিও ফাঁস করার অভিযোগ করেছিলেন। মিশি আরও বলেছিলেন যে তিনি করিনা কাপুরের হিরোইন ছবিতে দেখানো কৌশলটি সংবাদে আসার জন্য ব্যবহার করেছিলেন। তবে, মিনাহিল পরে স্পষ্ট করে দিয়েছিলেন যে এখন ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়ো। কয়েক দিন আগে, তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছিলেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)