সুরলোকেই গেলেন পণ্ডিত রাজন মিশ্র, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
দিল্লির হাসপাতালে কোভিড আক্রান্ত হয়েই মৃত্যু হল তাঁর।
নিজস্ব প্রতিবেদন- করোনায় মৃত্যু হল উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্রের (Rajan Mishra)। কোভিড উপসর্গ নিয়ে দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি হন তিনি। কোভিড ১৯ উপসর্গ ছাড়াও হৃদযন্ত্রের সমস্য়ায় ভুগছিলেন পণ্ডিত রাজন মিশ্র। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। অবিসংবাদী শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narenfra Modi)। তিনি লেখেন, 'রাজন মিশ্রের মৃত্যু খুবই দুঃখজনক। বেনারস ঘরানার (Benaras Gharana) এই প্রথিতযশা শিল্পীর মৃত্যু ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।'
রাজন মিশ্রের মৃত্যুর খবর প্রথম টুইট করে জানান বলিউডের সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট (Salim Merchant)। তিনি লেখেন, 'হৃদয়বিদারক খবর- পদ্মভূষণ রাজন মিশ্রজি আমাদের ছেড়ে চলে গেলেন সুরালোকে। কোভিড আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে মৃত্যু হল তাঁর।'
টুইট করেন অভিনেতা সুচিত্রা কৃষ্ণমূর্তিও। (Suchitra Krishnamoorthi)
বেনারস ঘরানার শিল্পী পণ্ডিত রাজন মিশ্র, তাঁর ভাই ও সতীর্থ পণ্ডিত সাজন মিশ্রের সঙ্গে দুনিয়া জুড়ে সঙ্গীত পরিবেশন করেছেন। ভারতের মার্গ সঙ্গীতের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা এই জুটি। পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি, গন্ধর্ব জাতীয় সম্মানে সম্মানিত হয়েছেন তাঁরা।
আরও পড়ুন: সাহিত্য জগতে ফের করোনার থাবা, দিল্লির হোটেলে নিভৃতবাসে বুদ্ধদেব গুহ