নিজস্ব প্রতিবেদন : করোনা ঠেকাতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আম আদমির মতোই গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তারকারাও। অন্যদের মতো গৃহবন্দি জীবন কাটাচ্ছেন অভিনেত্রী পাওলি দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লক ডাউনের এই পরিস্থিতিতে কীভাবে সময় কাটছে পাওলি দামের?


অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেল থেকে জানা যাচ্ছে, শ্বশুরবাড়ি গুয়াহাটি নয়, এই মুহূর্তে পাওলি রয়েছেন কলকাতায় তাঁর বালিগঞ্জের বাড়িতে। সেখানে কখনও নিজের হাতে রান্না করে, কখনও আবার বাড়িতেই শরীরচর্চা করে সময় কাটাচ্ছেন পাওলির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে কখনও পাওলিকে চিলি পনির বানাতে দেখা গিয়েছে, কখনও আবার জমিয়ে শরীরচর্চা করতে। আরও একটি ভিডিয়োতে সকলের কাছে এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে থাকার আবেদন করেছেন অভিনেত্রী। বাড়িতে থেকে প্রতিটি সময় নিজের মতো করে উপভোগ করার কথা বলেছেন তিনি।


আরও পড়ুন-শামসুর রহমানের কবিতায় নিজের দেশের স্বাধীনতা দিবস উদযাপন সৃজিত পত্নী মিথিলার




প্রসঙ্গত, সম্প্রতি পাওলিকে দেখা গিয়েছে দেব-এর বিপরীতে 'সাঁঝবাতি' ছবিতে। পাশাপাশি Zee5 এর ওয়েব সিরিজ 'কালী-২'তেও অভিনয় করেছেন পাওলি। শনিবার ২৬ মার্চ মুক্তি পাবে ওয়েব সিরিজটি।


আরও পড়ুন-বিশ্বমহামারীর পরিস্থিতিতে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করা বন্ধ করুন, বেজায় চটলেন ফারহা