নিজস্ব প্রতিবেদন: অস্কার জয়ী  ছবি প্যারাসাইট নিয়ে নতুন বিতর্ক। তামিল ছবি মিনসারা কাননা থেকে নেওয়া হয়েছে প্যারাসাইটের গল্প, এমনটাই দাবি প্রযোজক জি এল থেনাপ্পানের। তাঁর দাবি, ১৯৯৯-এ সুপারস্টার বিজয়কে নিয়ে তিনি তৈরি করেছিলেন মিনসারা কাননা ছবিটি। এ বছরের অস্কার জয়ী ছবি প্যারাসাইটের গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে তামিল ছবির গল্পের। তিনি আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠাচ্ছেন কোরিয়ান পরিচালক বন জুং হো-কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




প্রসঙ্গত, দর্শকদের জানিয়ে রাখি, এ বছর সদ্য হয়ে যাওয়া অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৪ টে অস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। পরিচালক বন জুং হো, হাততালি কুড়িয়েছেন প্রচুর। সাম মেন্ডিস, মার্টিন স্করসিসে, ট্যারেন্টিনোর মত পরিচালকদের পিছনে ফেলে সেরা পরিচালকের তকমা পেয়েছেন বন। এশীয়  ছবির ক্ষেত্রেও এবছরের অস্কার একটা মাইলস্টোন হয়ে থাকবে। এই প্রথম কোনও বিদেশী ছবি মূল অস্কার জিতেছে। তারই মধ্যে নতুন বিতর্ক। দুই এশীয় দেশের লড়াইয়ে আগ্রহী  দর্শককুল। ভারতীয় ছবি মিনসারা কাননা তার যোগ্য মর্যাদা পায় কিনা, গোটা বিশ্বের নজর এখন সেই দিকে।