Raghav Chadha-Parineeti Chopra: পরিণীতি এবং রাঘবের বিয়ে হচ্ছেই! গুঞ্জনের মাঝে শিলমোহর অভিনেত্রীর বন্ধুর
এদিন হার্ডি সান্ধু পরিণীতি চোপড়ার সঙ্গে তিরঙ্গা ছবির কথা মনে করিয়ে বলেন, `যখন আমরা কোড নেম তিরঙ্গা ছবির শ্যুটিং করছিলাম সে সময় বিয়ে নিয়ে আলোচনা করতাম, পরিণীতি বলতো `আমি একদিন বিয়ে করব, আর তখনই বিয়ে করব যখন মনে হবে সঠিক মানুষকে খুঁজে পেয়েছি।` তিনি আরও বলেন, `আমি খুব খুশি যে বিয়েটা ফাইনালি হচ্ছে। পরিণীতিকে শুভেচ্ছা।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও রাখব চড্ডা মুম্বইয়ে তো কখনও পরিণীতি দিল্লিতে। যেদিন থেকে একসঙ্গে লাঞ্চ আর ডিনার ডেটে দেখা মিলেছে পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার সেদিন থেকেই গুঞ্জনের শুরু। পুরনো দুই বন্ধু গাঁটছড়া বাঁধবেন শীঘ্রই। অভিনেতা ও সঙ্গীতশিল্পী হার্ডি সান্ধু শিলমোহর দিলেন পরিণীতি চোপড়ার প্রেমের গুঞ্জনে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।”
আরও পড়ুন, Naga Chaitanya,Sobhita Dhulipala's love story: শোভিতার সঙ্গেই নাগা চৈতন্যের প্রেম, শুরুটা কীভাবে?
এদিন হার্ডি সান্ধু পরিণীতি চোপড়ার সঙ্গে তিরঙ্গা ছবির কথা মনে করিয়ে বলেন, 'যখন আমরা কোড নেম তিরঙ্গা ছবির শ্যুটিং করছিলাম সে সময় বিয়ে নিয়ে আলোচনা করতাম, পরিণীতি বলতো 'আমি একদিন বিয়ে করব, আর তখনই বিয়ে করব যখন মনে হবে সঠিক মানুষকে খুঁজে পেয়েছি।' তিনি আরও বলেন, 'আমি খুব খুশি যে বিয়েটা ফাইনালি হচ্ছে। পরিণীতিকে শুভেচ্ছা।' এরপরই বিয়ের জল্পনায় সিলমোহর দিয়ে ফেলেন সন্ধু। এমনকী পরিণীতিকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছে সান্ধু।
এই খবর যদি সত্যি হয় তাহলে মনে করা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বর নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতে এসেছেন সে কারণেই। বোনের বিয়ে কীভাবে মিস করবেন তিনি। যদিও সিটাডেলের প্রচারে দেশে এসেছেন তিনি। মালতীর এটা প্রথম ভারত ভ্রমণ। প্রিয়াঙ্কা, রাঘব চড্ডার সঙ্গে দেখা করবেন বলেও শোনা যাচ্ছে। তবে যে যাই প্রশ্ন করুন না কেন, পরিণীতি এবং রাঘব দুজনেই বিয়ে নিয়ে একেবারে চুপ। তবে রাজনীতিবিদ সঞ্জীব অরোরা লেখেন, ‘রাঘব ও পরিণীতিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।প্রেম ও আনন্দে ভরে উঠুক পরিণীতি ও রাঘবের এই বন্ধন।’
প্রসঙ্গত, পরিণীতি ও রাঘব দীর্ঘদিনের বন্ধু। তিনি ও রাঘব কলেজে পড়াকালীন সময় থেকেই চেনেন একে অপরকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ একসঙ্গে পড়তেন তাঁরা। এরপর পরিণীতি পা রাখেন বলিউডে আর রাঘব যোগ দেন রাজনীতিতে।
আরও পড়ুন, Jisshu Sengupta: আন্তর্জাতিক মঞ্চে যিশু-কন্যা! ফ্যাশন শোয়ের র্যাম্পে ‘উমা’কে দেখে গর্বিত সৃজিত