Paris Hilton, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : উফ: কী গরম! মনে মনে যেন এমনটাই ভাবছেন! এদেশে গরমের কথা মাথায় রেখেই হয়ত পোর্টেবল ফ্যান হাতে মুম্বই বিমানবন্দরে নামলেন অভিনেতা, ডিজে, ব্যবসায়ী, প্যারিস হিলটন। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে ধরেন বহু মানুষ এবং পাপারাৎজির ক্যামেরা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে দিব্যি হাসিমুখে পোজ দিলেন প্যারিস হিলটন। জানা যাচ্ছে, নতুন ব্যবসায়িক উদ্যোগের প্রচারে এদেশে এসেছেন প্যারিস হিলটন। এনিয়ে তাঁর চতুর্থবার ভারতে আসা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাপারাৎজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে প্যারিস হিলটনের মম্বই বিমানবন্দরে পা রাখার ভিডিয়ো। মায়ানগরীতে নেমেই জনসমুদ্রে মিশে যান প্যারিস। তবে সবকিছুই হাসিমুখে গ্রহণ করেন এই মার্কিন তারকা ব্যক্তিত্ব। সোশ্যালে উঠে আসা প্যারিসের ভিডিয়ো ঘিরে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ' উনি মনে মনে ভাবছেন এত সম্মান তো আমি আমেরিকাতেও পাই না।' কেউ আবার প্যারিস হিলটনকে 'রিয়েল লাইফ বার্বি ডল' আখ্যা দিয়েছেন। কেউ প্রশ্ন করেছেন, 'প্যারিসের হাতের ছোট ফ্যানটা আমার ভীষণই পছন্দ হয়েছে।' কারোর দাবি, 'এদেশের তাপমাত্রা থেকে মুক্তি পেতেই আগে থেকেই উনি ফ্যান নিয়ে এসেছেন।' কেউ আবার অদ্ভুতভাবে প্রশ্ন করেছেন, 'আচ্ছা, প্যারিস কী খান?'


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



জানা যাচ্ছে, নতুন বিউটি প্রোডাক্ট নিয়ে আসছেন প্যারিস হিলটন। ২০০৪ সাল থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্যারিস। প্রথমবার নিজের নামে 'প্যারিস হিলটন' সুগন্ধী বাজারে এনে সাফল্যের শিখরে পৌঁছে যান তিনি। গতবছর পারফিউম বিক্রি করে নাকি ৩ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ পান এই মার্কিন উদ্যোগপতি। এরপর বাজারে হ্যান্ডব্যাগও নিয়ে আসেন প্যারিস। 


প্রসঙ্গত, প্যারিস হিলটন হলেন মার্কিন মুলুকের বিখ্যাত হিলটন পরিবারের সদস্য়। মার্কিন মুলকে হিলটন পরিবারের হোটেল ব্যবসা রয়েছে। উদ্যোগপতি হওয়ার পাশাপাশি একাধিক ছবিতে অভিনয় করেছেন প্যারিস। পাশাপাশি ডিজে হিসাবেও কাজ করেছেন তিনি। বিশ্ব বিনোদন জগতে তিনি বিখ্যাত নাম। ২০১১ সালে প্রথমবার এদেশে আসেন প্যারিস হিলটন। তাঁর ২০১২ সালে ভারত সফর স্মরণীয় হয়ে আছে। সেবার গোয়াতে গিয়েছিলেন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)