নিজস্ব প্রতিবেদন :পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ না করলে অনশন বিক্ষোভে বসবেন পায়েল ঘোষ। জানিয়ে দিলেন অভিনেত্রীর আইনজীবী। রবিবারই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন পায়েল। এদিন মুম্বইয়ের ভারসোভা থানাতেও হাজির হয়েছিলেন পায়েল ও তাঁর আইনজীবী। অনুরাগ কাশ্যপ ধনী বলেই কি তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? সেই প্রশ্নও তোলেন পায়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুরাগের বিরুদ্ধে তাঁর আনা অভিযোগে মুম্বই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। তাঁর কথায়, ''‌আমাদের কয়েকদিন ধরে এদিক ওদিক ছুটিয়ে মারছে মুম্বই পুলিশ। অন্যদিকে অভিযুক্ত নিশ্চিন্তে নিজের ঠাণ্ডা ঘরে বসে আছেন।‌'' 


 


রবিবার, ভারসোভা থানায় যাওয়ার আগেই পায়েলের আইনজীবী নীতিন সতপুতে নিজের টুইটার অ্যকাউন্ট থেকে একটি টুইট করেন। লেখেন, ''পায়েল ঘোষ ও নীতিন সতপুতে ভারসোভ থানায় যাবে। কেন অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে না? যদি কোনও গরিব মানুষ ধর্ষণের মতো অপরাধ করে, তাহলে পুলিস সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে। কোনও সমস্যা ছাড়াই। এখানেই হয়ত গরিব-বড়লোকের পার্থক্য।''



শনিবারও পায়েল ঘোষ একটি টুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বিচার পাবেন কিনা প্রশ্ন করেছিলেন। লিখেছিলেন,  ''আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যাঁর বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিস ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠাণ্ডা ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?''



এর আগে পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে বলেছিলেন, ''অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ, অন্যায়ভাবে আটকে রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আমরা চাই অনুরাগ কাশ্যপকে গ্রেফতার করা, কারণ এই অপরাধটি জামিনযোগ্য নয়।'' যদিও অনুরাগ কাশ্যপ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বিবৃতি জারি করে অস্বীকার করেছেন।



প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পায়েলের এই অভিযোগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বিধা বিভক্ত। কঙ্গনা, শার্লিন চোপড়া সহ অনেকেই যেমন পায়েলের পাশে দাঁড়িয়েছেন, তেমনই আবার তাপসী পান্নু, স্বরা ভাস্কররা অনুরাগের পাশে দাঁড়িয়েছেন।