নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত জামিন পেলেন মডেল অভিনেত্রী (Payal Rohatgi) পায়েল রোহতগি৷ রাজস্থানের বুন্দির একটি আদালতের তরফে পায়েলের জামিনের আবেদন মঞ্জুর করা হয়৷
গত ১৫ ডিসেম্বর আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় (Big Boss 13) বিগ বসের প্রাক্তন প্রতিযোগী পায়েল রোহতগিকে৷ (India) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে অশালীন মন্তব্য করায় পায়েলকে গ্রেফতার করা হয়৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সিনেমার প্রমোশনের মধ্যেই করিনাকে কাছে টেনে নিলেন অক্ষয়, ছড়িয়ে পড়ল ভিডিয়ো


যদিও পায়েল দাবি করেন, মোতিলাল নেহরু এবং জওহরলাল নেহরুকে নিয়ে যে ভিডিয়ো তিনি তৈরি করেছেন, তা সার্চ ইঞ্জন গুগল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে৷ প্রসঙ্গত, ওই ভিডিয়োতে নেহরুদের পাশাপাশি গান্ধী পরিবারের তরফেও ওই ভিডিয়োতে অশালীন মন্তব্য করেন পায়েল৷


আরও পড়ুন : নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে 'অশালীন' মন্তব্য, গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি
গান্ধী এবং নেহরু পরিবারের সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগেই পায়েলকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়৷ আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ থাকলেও, বুন্দির একটি স্থানীয় আদালতের তরফে জামিন মঞ্জুর করা হয় অভিনেত্রীর৷
এদিকে পায়েল রোহতগিকে গ্রেফতারের পর প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে বান্ধবীর মুক্তির দাবি করেন কুস্তিগীর সংগ্রাম সিং৷ প্রধানমন্ত্রী যাতে নিজে ওই বিষয়টি খতিয়ে দেখেন, সেই দাবিও জানান সংগ্রাম৷