পাকিস্তানের বিমান দুর্ঘটনায় সমবেদনা বলিউড সেলেবদের, শোক প্রকাশ অনিল, অনুপমদের
নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেন তারকারা
নিজস্ব প্রতিবেদন: করাচি বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের(পিআইএ)একটি বিমান।
পাক সংবাদমাধ্যমের খবর, বিমানটিতে ৯৯ জন যাত্রী ছিলেন। বাকিরা পাইলট ও ক্রু। পিআইএর মুখপাত্র আবদুস সাত্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। সেটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বলিউড সেলেবরা।
অনিল কাপুর থেকে নেহা ধুপিয়া কিংবা অনুপম খের কিংবা ইশা কোপিকর কিংবা আরমান মালিক, পাকিস্তানের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন বি টাউনের সেলেবরা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই মৃতদের পরিবারকে সমবেদনা জানান তাঁরা।
দেখুন...
বলিউড সেলেবদের পাশাপাশি পাকিস্তানি শিল্পীরাও বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন। যার মধ্যে সাবা কামার (ইংলিশ মিডিয়াম অভিনেত্রী), বীণা মালিকরা রয়েছেন। পাকিস্তান সরকারের তরফে জানা যাচ্ছে, অবতরণের কয়েক মিনিট আগে বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই পাক এয়ারলাইন্সের ওই বিমান ভেঙে পড়ে বলে জানানো হয়েছে।