Lata Mangeshkar Passes Away: `শুধু গানের জগতের নয়, লতা মঙ্গেশকর রাষ্ট্রের সার্বিক উন্নতি চাইতেন` শোকজ্ঞাপন মোদি, মমতার
রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
নিজস্ব প্রতিবেদন: সরস্বতী ঠাকুরের নিরঞ্জনের দিনই চলে গেলেন ভারতীয় সিনেমার সুরের জগতের সরস্বতী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। 'লতাদিদি'-কে নিয়ে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন 'লতাদিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর চলে যাওয়ায় যে শূণ্যতা তৈরি হল তা পূরণ করা অসম্ভব। আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে তাঁর সুরেলা কন্ঠ। তাঁর গানে বারংবার উঠে এসেছে নানা ধরনের ইমোশন। তবে শুধু সিনেমাই নয়, রাষ্ট্রের সার্বিক উন্নতি নিয়েও তিনি সমান চিন্তিত ছিলেন। সবসময়ই একটি শক্তিশালী ও উন্নত ভারতকে দেখতে চেয়েছিলেন।'
লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোকবার্তায় তিনি লেখেন, 'কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তাঁর অন্যান্য ফ্যানেদের মতোই আমি তাঁর কন্ঠে মুগ্ধ। বাংলার শিল্পীদের তিনি বিশেষ পছন্দ করতেন। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা রইল আমার।'
আরও পড়ুন: Lata Mangeshkar Death: স্তব্ধ কালজয়ী কোকিলকণ্ঠ, নক্ষত্রলোকের পথে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর
দীর্ঘ ২৮ দিন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিলেন সুরসম্রাজ্ঞী। কোভিডে আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী, এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন কখনও ভেন্টিলেশনের বাইরে জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ জারি রেখেছিলেন ভারতরত্ন লতা। রবিবার সকালে ৯২ বছর বয়সে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এদিন সকাল ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশের সব চেয়ে প্রতিযোগিতাময় মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়ে গেলেন প্রতিদ্বন্দ্বীহীন এক সঙ্গীতসম্রাজ্ঞী হয়ে!
আরও পড়ুন: Lata Mangeshkar Death: তাঁর মৃত্যুতে একটি নয়, শেষ হয়ে গেল একাধিক যুগ!
১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। তবে হিন্দি নয়, মরাঠি ছবিতে। মুম্বই যাওয়ার পর ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি ‘মজবুর’-এ গান। পরবর্তীতে আয়েগা আনেওয়ালা, প্যার কিয়া তো ডরনা কেয়া, আল্লা তেরো নাম, কঁহি দীপ জ্বলে – ছয় ও সাতের দশকে এসব গান জনপ্রিয়তার যে শিখর ছুঁয়েছিল, তা আজও অম্লান। লতার মৃত্য়ুতে তো একটি নয়, ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। ভারতীয় লঘুসঙ্গীতের জগতে বোধ হয় ভেঙে পড়ল গোটা গানের ঘরটিই। ভারতের ৩৬ টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষাতে গান গাওয়ার রেকর্ড একমাত্র তাঁরই। এত দীর্ঘ সময়ে নানা সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে তাঁর ঝুলি ভরা রয়েছে।