ওয়েব ডেস্ক: প্রেমের ছবি নিয়ে পরিচালক রেশমি মিত্র। এবার রবীন্দ্রনাথকে সম্বল করে ছবি তৈরি করলেন পরিচালক। ডাবিং এর প্রথমদিনে ফ্রেমবন্দি তাঁর ছবির কলাকুশলীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবি ঠাকুরের কবিতা "হঠাত্‍ দেখা' অবলম্বনে ছবি পরিচালনায় রেশমি মিত্র। ইন্দো বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি এই ছবিতে অভিনয়ে এপারবাংলা ও ওপার বাংলার শিল্পীরা। ডাবিং এর প্রথমদিনে হাজির দেবশ্রী রায়। একদিকে ভোটের  দোরগোড়ায় ছবির মুক্তি,তারওপর অনেকদিন পর পর্দায় তাঁর উপস্থিতি সবমিলিয়ে ছবি ঘিরে উত্‍সাহিত দেবশ্রী রায়।


অভিনয় করেছেন বাংলাদেশের নামকরা অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আগের ছবিগুলো সেইভাবে বক্স অফিসে টিকতে না পারলেও, নতুন এই ছবি ঘিরে পরিচালকের প্রত্যাশা প্রচুর। বোঝা গেল তাঁর কথাতেই। বাংলার পাশাপাশি দেশ জুড়ে পয়লা এপ্রিল মুক্তি পাবে এই ছবি।