নিজস্ব প্রতিবেদন : তনুশ্রী দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এমএনএস-এর মহারাষ্ট্রের ভিদ জেলার শাখা ইতিমধ্যেই বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এমএনএস এবং তার প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন তনুশ্রী দত্ত। আর সেই কারণেই এবার বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে ফুঁসে ওঠে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তনুশ্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় তনুশ্রী দত্তকে যৌন হেনস্থা করেন নানা পাঠেকর। চলতি বছরের সেপ্টেম্বর মাসে নানার বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হন তনুশ্রী। শুধু তাই নয়, নানা পাঠেকরের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসায় তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী, নানা পাঠেকরের কথায় ওই সময় ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিং সেটে হাজির হয়েও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ভাংচুর চালায় বলে অভিযোগ।


আরও পড়ুন : শরীরের উর্ধাংশে নেই পোশাক, ভাইরাল বাঙালি-কন্যা মোনালিসার ছবি


২০০৮ সালের ঘটনা নিয়ে সম্প্রতি সরব হওয়ায় তনুশ্রী দত্তকে ইতিমধ্যেই আইনি নোটিস পাঠান নানা পাঠেকর। এমনকী, এমএনএস কর্মীদের বেশ কিছু সদস্য তাঁর বাড়িতেও হামলা চালান বলে অভিযোগ। এরপরই ফুঁসে ওঠেন তনুশ্রী। সত্যি কথা বলাতেই তাঁর বাড়িতে দুষ্কৃতিরা হানাদারি চালায় বলেও অভিযোগ করে তনুশ্রী। এরপরই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ভিদ শাখা।


আরও পড়ুন : তনুশ্রী এলে ভাংচুর হবে, বিগ বসের ঘরে গিয়ে হুমকি!


এদিকে শুধু নানা পাঠেকরের বিরুদ্ধেই নয়, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। তিনি দাবি করেন, ‘চকোলেট’-এর শুটিংয়ের সময় সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে ‘জামাকাপড় খুলে’ নাচতে বলা হয়। যা শুনে খেপে যান ইরফান খান এবং সুনীল শেঠি। শুধু তাই নয়, ওইদিন ইরফান খান এবং সুনীল শেঠির জন্যই তনুশ্রী দত্ত রক্ষা পেয়েছিলেন বলেও জানান বাঙালি অভিনেত্রী।


আরও পড়ুন : নানাকে সমর্থন করে তনুশ্রীর বিরুদ্ধে তোপ, রোষের মুখে রাখি!


এ বিষয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে এখনও বেশ কিছু ভাল মানুষ রয়েছেন। সেই কারণেই মহিলারা কাজ করতে পারেন। যদিও তনুশ্রী দত্তের দাবির প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও পাল্টা মন্তব্য করেননি ইরফান খান, সুনীল শেঠিরা।