ওয়েব ডেস্ক : ফের টলিউডে দুঃসংবাদ। গাড়ি দুর্ঘটনার শিকার টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গাড়িতে বিক্রমের সঙ্গেই সহযাত্রী ছিলেন মডেল সোনিকা সিং চৌহ্বান। ঘটনাস্থলেই প্রাণ হারান সোনিকা। গুরুতর আহত বিক্রম। বর্তমানে তিনি রুবি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর দেহে মাল্টিপল ইনজুরি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, রাতে পার্টি সেরে বাড়ি ফেরার পথে ভোর সাড়ে ৩টে নাগাদ রাসবিহারী মোড়ের কাছে লেক মোড়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন বিক্রমই। হঠাত্ সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিক্রমদের গাড়ি। ডিভাইডারে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় গাড়িটি। তারপর সেটি ফুটপাথের উপর একটি দোকানের ভিতর ঢুকে যায়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে গেছে।



আরও পড়ুন, প্রথম দিনেই ১০০ কোটি টপকাল 'বাহুবলী ২'!